জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনব আরোরা, ১০ বছরের নাবালক। যে নিজেকে আধ্যাত্মিক প্রচারক হিসেবে পরিচয় দেয়। নেটপাড়ায় এখন তোলপাড় এই ১০ বছরের নাবালককে নিয়ে। তারই মাঝে শকিং সংবাদ পেলেন তিনি এবং তার পরিবার। সোমবার, এমনই চাঞ্চল্যকর দাবি করলেন অভিনবের বাবা-মা, 'তাদের ছেলেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের লোকজন হুমকি দিয়েছে।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Digital Arrest: ৩০ ঘণ্টারও বেশি গ্রেফতারির ভয়! শেষমেশ পুলিসের সাহায্যেই আবার গ্রেফতারি মুকুব...


বাবা সিদ্দিকির মৃত্যুর পর থেকেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি বাড়ছে। সম্প্রতি বিহারের বাহুবলী সাংসদ  পাপ্পু যাদব বিষ্ণোই গ্যাংয়ের হুমকি পেয়ে অমিত শাহের দ্বারস্থ হয়েছেন। এরই মাঝে ফের হুমকি পেল ১০ বছরের নাবালক। ইনফ্লুয়েন্সার হিসেবে অভিনব আরোরাকে চেনেন অনেকেই। এত কম বয়সে বিপুল আধ্যাত্মিক জ্ঞান। সেই কারণেই নেটপাড়ায় জনপ্রিয় সে। সেই জনপ্রিয়তার মাঝেই প্রাণনাশের হুমকি।


আরও পড়ুন: Talaq: শরিয়ত কাউন্সিল কোনও কোর্ট নয়, তালাক হলেও এটা করতেই হবে...


অভিনব আরোরার মা জ্যোতি আরোরা জানিয়েছেন, 'আমরা বিষ্ণোই গ্যাং-এর তরফে একটি ভয়েস মেসেজ পেয়েছি। সেখানে বলা হয়েছে অভিনবকে মেরে ফেলা হবে।' পরপর দু'দিন হুমকির মেসেজ আসে তাদের কাছে, দুশ্চিন্তায় সমস্ত পরিবার। 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)