যে কোনও মূল্যে ভোটে জিততে হবে, এটাই এখনকার রাজনৈতিক মূল্যবোধ, রাজনীতিকদের বিঁধে বললেন নির্বাচন কমিশনার
ওয়েব ডেস্ক: দেশের রাজনৈতিক মহলকে আয়না দেখালেন নির্বাচন কমিশনার ওপি রাওয়াত। বললেন, নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে ভোটে যে কোনও মূল্যে জিততেই হবে, এটাই এখনকার রাজনৈতিক সংস্কৃতি। নির্বাচন কমিশনারের এহেন মন্তব্য নিয়ে শোরগোল শুরু হয়েছে গোটা দেশজুড়ে।
অ্যাকশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের তরফে আয়োজিত এক সম্মেলনে রাওয়াত বলেন, ''অবাধ নির্বাচন হলে গণতন্ত্র শক্তিশালী হয়। যদিও নৈতিকতা বিসর্জন দিয়ে যে কোনও মূল্যে নির্বাচনে জেতার কাহিনী যেন সাধারণ মানুষের কাছে ক্রমেই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়াচ্ছে।''
আরও পড়ুন- আগামী লোকসভায় অমিতের লক্ষ্য ৩৬০-এর বেশি আসন
সম্প্রতি গুজরাট রাজ্যসভা নির্বাচনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনারের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গুজরাট রাজ্যসভা নির্বাচনে ২ বিদ্রোহী কংগ্রেস বিধায়কের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। যার ফলে জয়ী হন কংগ্রেস প্রার্থী আহমেদ প্যাটেল।
নির্বাচন কমিশনারের কথায়, নতুন রাজনৈতিক সংস্কৃতি হিসাবে যার প্রচলন হচ্ছে সমস্ত রাজনৈতিক দল, সংবাদমাধ্যম, নাগরিক সমাজ ও সাংবিধানিক সংস্থার তাকে বয়কট করা উচিত।