নিজস্ব প্রতিবেদন : শেষ হয়ে গেল সংসদের শীতকালীন অধিবেশন। তার সঙ্গেই হিমঘরে চলে গেল তিন তালাক প্রতিরোধ বিল। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার বিল পাস করিয়ে নিলেও তা রাজ্যসভায় আটকে যায়। বিরোধীরা একজোটে বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানর দাবি করে। সরকার এনিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগেই আজ ফুরিয়ে গেল শীতকালীন অধিবেশনের মেয়াদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পয়লা ফেব্রুয়ারি পেশ করা হবে মোদী সরকারের শেষ বাজেট


এ মাসের শেষে শুরু হবে বাজেট অধিবেশন। তখন আবার বিল পেশের চেষ্টা হবে কিনা, হলে কি হবে, তা এখন অনিশ্চিত। তিন তালাক বিল ঝুলে থাকায় এখন সংসদের বাইরে কংগ্রেস-বিজেপি দুপক্ষই নিজেদের মতো করে ফায়দা নিতে চাইবে। এমনই মনে করছে রাজনৈতিক মহল।