নিজস্ব প্রতিবেদন: টুইটারে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। ফলোয়ার (Followers) সংখ্যা ছাড়াল ৭০ মিলিয়ন অর্থাৎ ৭ কোটি। Twitter এ সক্রিয় রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি মোদীর ফলোয়ার সংখ্যা। জনপ্রিয়তায় পরের স্থানেই রয়েছেন পোপ ফ্রান্সিস। টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ৫৩ মিলিয়ন। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০৯ সালে টুইটার যাত্রা শুরু করেন মোদী (PM Modi)। ২০১০ সালে ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছিল ১ লক্ষে। গত বছর জুলাইয়ে তা ৬ কোটি পেরোয়। আর এবার মাত্র ১ বছরের ব্যবধানে সক্রিয় রাজনীতিবিদদের তালিকায় সবাইকে অতিক্রম করে শীর্ষে উঠলেন প্রধানমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, এর আগে রাজনীতিবিদের তালিকায় টুইটারে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। গত বছরের শেষে ওয়াশিংটনে ক্যাপিটল হিল-কাণ্ডের পর ট্রাম্পের অ্যাকাউন্ট সাসপেন্ড করে টুইটার (Twitter)। তার পর থেকেই বিশ্বের সক্রিয় রাজনীতিবিদদের টুইটারে ফলোয়ারের সংখ্যার বিচারে শীর্ষে চলে এসেছেন মোদী। 


আরও পড়ুন: 'রাজ্যে সড়ক পরিবহণে উন্নতি নিয়ে কথা', দিল্লিতে Gadkari-র সঙ্গে বৈঠক Mamata-র


উল্লেখ্য, বর্তমানে টুইটারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফলোয়ার সংখ্যা ৩০.৯ মিলিয়ন। বারাক ওবামার ফলোয়ার সংখ্যা ১২৯.৮ মিলিয়ন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকরের ফলোয়ারের সংখ্যা ৭.১ মিলিয়ন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফলোয়ার সংখ্যা ২৬.৩ মিলিয়ন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ফলোয়ার সংখ্যা ১৯.৪ মিলিয়ন।   


আরও পড়ুন: East West Metro: শনিতেই ট্রায়াল, Sector V থেকে Sealdah ছুটবে মেট্রো


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)