নিজস্ব প্রতিবেদন: সমস্যায় লক্ষ্মীবিলাস ব্যাঙ্কের গ্রাহকরা। বেসরকারি এই ব্যাঙ্কের ওপর মোরাটোরিয়াম জারি করল কেন্দ্র। ওই নিষেধাজ্ঞা জারি থাকছে ১৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০২০ পর্যন্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রাজ্যে করোনাজয়ীর সংখ্যা ৪ লাখ পার, চিন্তা বাড়াচ্ছে দক্ষিণবঙ্গের ২ জেলা


একমাসের এই মোরাটোরিয়াম সময়ের মধ্যে ব্যাঙ্কের গ্রাহকদেরও ওপরে জারি হল বিধিনিধেষ। এই সময়ের মধ্যে ২৫,০০০ টাকার বেশি তুলতে পারবেন না গ্রাহকরা। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানান হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের আবেদনের ভিত্তিতে ওই মোরাটোরিয়াম জারি করল কেন্দ্র।


গত মাসে ৯৩ বছরের পুরোন এই ব্যাঙ্কের রেটিং কমিয়ে দেয় ক্রেডিট রেটিং এজেন্সি CARE। গত তিন বছরে ধরে বিপুল ক্ষতি সম্মুখীন এই বেসকারি ব্যাঙ্ক। কী ভাবে তা সামাল দেওয়া যাবে তার কোনও সুনির্দিষ্ট দিশা দেখাতে পারেনি পরিচালন কর্তৃপক্ষ। সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কের একঝাঁক ডিরেক্টরকে সরিয়ে দেয় শোয়ার হোল্ডারা। তার পরও সঙ্কট কাটেনি।


আরও পড়ুন-'সময় কথা বলবে,' কোচবিহার তৃণমূলে বড়সড় ভাঙনের ইঙ্গিত সিতাই বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার


ব্য়াঙ্কের গ্রাহকদের বাঁচাতে ডিবিএস ব্যাঙ্কের সঙ্গে লক্ষ্মীবিলাস ব্যাঙ্ককে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আরবিআইয়ের ওই প্রস্তাবে কোনও আপত্তি থাকলে তা আরবিআইকে জানাতে হবে ২০ নভেম্বরের মধ্যে।