Rajasthan Rape: তরুণীকে বারবার `ধর্ষণ`, জোর করে `গর্ভপাত`! মন্ত্রীর ছেলের কুকীর্তি `ফাঁস`
পুলিসকে তরুণী জানিয়েছে, ফেসবুকের মাধ্যমে মন্ত্রীর ছেলের সঙ্গে তাঁর পরিচয় হয়।
নিজস্ব প্রতিবেদন: রাজস্থানের কংগ্রেস সরকারের মন্ত্রী, মহেশ যোশীর ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক তরুণী। তাঁর অভিযোগ, মন্ত্রীর ছেলে রোহিত যোশী একাধিকবার তাঁকে ধর্ষণ করেছে। এরপর অন্তঃসত্ত্বা হয়ে গেলে, জোর করে তাঁর গর্ভপাতও করানো হয়।
পুলিসকে তরুণী জানিয়েছে, ফেসবুকের মাধ্যমে রোহিতের সঙ্গে তাঁর পরিচয় হয়। ২০২১-এর ৮ জানুয়ারি থেকে এই বছরের ১৭ এপ্রিলের মধ্যে. জয়পুর এবং দিল্লিতে, তাঁকে একাধিকবার ধর্ষণ করেছে রোহিত। মাদক খাইয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছে।
যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি মন্ত্রী মহেশ যোশী এবং তাঁর ছেলে রোহিত যোশী।