ওয়েব ডেস্ক : হেফাজতে থাকার সময় এক মহিলার গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছেটানো, বিয়ারের বোতল ঢুকিয়ে দেওয়ার মত মারাত্মক অভিযোগ উঠল এবার খোদ পুলিসের বিরুদ্ধেই। অভিযোগ, ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কানাচক পুলিস স্টেশনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, পরিচারিকার কাজ করতেন ওই মহিলা। ওই মহিলার বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের হলে, পুলিস তাকে হেফাজতে নেয়। এরপরই কানাচক থানার হাউস অফিসার তাঁর উপর যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। অভিযোগ, তাঁকে বিবস্ত্র করে গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছেটানো হয়। বিয়ারের বোতল ঢুকিয়ে দেওয়া হয়।


ওই মহিলা জামিনে মুক্তি পাওয়ার পরই এই ঘটনা সামনে আসে। ওই মহিলার আইনজীবীর অভিযোগ, অবৈধভাবে আটকে রেখে ১৪ দিন ধরে অত্যাচার চালানো হয়। মারধর করে ভেঙে দেওয়া হয়েছে মহিলার স্বামীর পা-ও। ইতিমধ্যেই এই ঘটনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জীতেন্দ্র সিং রাজ্য সরকারকে নজর দিতে নির্দেশ দিয়েছেন।


আরও পড়ুন, দেশের টপ স্টার্টআপ কর্তাদের আয় জানলে চোখ কপালে উঠবে!