ওয়েব ডেস্ক: সোমবার, দিল্লি বিমান বন্দরে এক মহিলা বিমান যাত্রীর অন্তর্বাস থেকে উদ্ধার হল ২ কেজি ১৬০ গ্রাম সোনা যার বাজার দর-৬৪ লওয়েব ডেস্ক: সোমবার, দিল্লি বিমান বন্দরে এক মহিলা বিমান যাত্রীর অন্তর্বাস থেকে উদ্ধার হল ২ কেজি ১৬০ গ্রাম সোনা যার বাজার দর-৬৪ লক্ষ ৩৮ হাজার ৯৬০ টাকা। মহিলার নাম- ফারহাত উন্নিসা, তিনি দুবাই থেকে জেট এয়ার ওয়েজের বিমানে দিল্লি আসছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন- এই চিত্র পরিচালক পি ভি সিন্ধুর অলিম্পিক সাফল্যের উপর 'থুতু' দিতে চায়


এয়ার ইন্টালিজেন্স ইউনিট (AIU)-এর হাতে ধরা পরা ফারহাতহাত উন্নিসা আসলে হায়দরাবাদের বাসিন্দা। এআইএউ-এর তরফ থেকে জানানো হয়েছে যে, এই মহিলাকেকে সন্দেহ হওয়াতে প্রথমে আটক করা হয় এবং তারপর তাঁর দেহ তল্লাসি করে সোনার হদিস মেলে। তদন্তকারীরা জানিয়েছেন যে, ফারহাত পুরো সোনাটাই তাঁর গোপন অঙ্গে অন্তর্বাসের মাধ্যমে লুকিয়ে রেখেছিলেন। তাঁকে জেরা করা চলছে, তাই তদন্তের স্বার্থে এর অতিরিক্ত আর কিছু জানানো হয়নি তদন্তকারীদের পক্ষ থেকে।ক্ষ ৩৮ হাজার ৯৬০ টাকা। মহিলার নাম- ফারহাত উন্নিসা, তিনি দুবাই থেকে জেট এয়ার ওয়েজের বিমানে দিল্লি আসছিলেন।


আরও পড়ুন- পাসপোর্ট তৈরির নতুন নিয়ম


এয়ার ইন্টালিজেন্স ইউনিট (AIU)-এর হাতে ধরা পরা ফারহাতহাত উন্নিসা আসলে হায়দরাবাদের বাসিন্দা। এআইএউ-এর তরফ থেকে জানানো হয়েছে যে, এই মহিলাকেকে সন্দেহ হওয়াতে প্রথমে আটক করা হয় এবং তারপর তাঁর দেহ তল্লাসি করে সোনার হদিস মেলে। তদন্তকারীরা জানিয়েছেন যে, ফারহাত পুরো সোনাটাই তাঁর গোপন অঙ্গে অন্তর্বাসের মাধ্যমে লুকিয়ে রেখেছিলেন। তাঁকে জেরা করা চলছে, তাই তদন্তের স্বার্থে এর অতিরিক্ত আর কিছু জানানো হয়নি তদন্তকারীদের পক্ষ থেকে।