নিজস্ব প্রতিবেদন: উত্তর প্রদেশের বাগপথে যুবকের আত্মহত্যার ঘটনার তদন্তে চাঞ্চল্যকর মোড়। প্রথমে জানা গিয়েছিল, স্ত্রীর অপহরণের পর আত্মঘাতী হয়েছিলেন তিনি। তবে তা নয়। বরং ঘটনার নেপথ্যে রয়েছে নারী পাচার চক্রের যোগ। উত্তরপ্রদেশের এই গ্রামে প্রকাশ্যেই মহিলাদের কেনাবেচা করা হয় বলে দাবি স্থানীয়দের।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিন কয়েক আগে এক তরুণীকে বিয়ে করেছিলেন সরুরপুর গ্রামের মুকেশ। তবে তাঁর পরিবার জানিয়েছে, ওই তরুণীকে আদতে বিয়ে করেননি তিনি। বরং নিলামে তাঁকে কিনেছিলেন। ২২ হাজার টাকা দর হাঁকিয়েছিলেন মুকেশ। ১৫,৫০০ টাকা তখনই মেটান। বাকি টাকা পরে মেটাবেন বলে মনু নামে এক এজেন্টকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুকেশ। ৪ দিন পরে মুকেশের বাড়ি আসেন মনু। টাকা শোধ না করায় মুকেশের নববধূকে তিনি তুলে নিয়ে যান বলে অভিযোগ।  


আরও পড়ুন- BFF-এ কি সত্যি হবে হ্যাকারের পর্দাফাঁস? জেনে নিন আসল খবর


স্থানীয়দের দাবি, গ্রামের ইটভাটায় মহিলাদের কেনাবেচা চলে। ওই দিন আরও ৩ মহিলাকে নিলামে বিক্রি করা হয়েছিল। জানা গিয়েছে, নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত মনু। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিস।     


আরও পড়ুন- জিও ফোনে এবার মিলবে হোয়াটসঅ্যাপ