প্রতিশ্রুতি মত শৌচালয় বানানো হয়নি, বিয়েই করলেন না কনে
বিয়ের পিড়ি থেকে উঠে সোজা হাঁটা দিলেন পাত্রী, পিছনে ছুটছেন বর, বরের পরিবার। হতচকিত বিয়েতে আমন্ত্রিত সবাই। কী হল! পাত্রী বিয়ে করতে রাজি নন। সবই তো ঠিক ছিল। পছন্দের বর, পছন্দমত সবই আয়োজিত ছিল, হঠাৎ আপত্তির কারণ কী? বরের বাড়িতে শৌচালয় বানানো হয়নি, তাই বিয়ে করবেন না কনে।
ওয়েব ডেস্ক: বিয়ের পিড়ি থেকে উঠে সোজা হাঁটা দিলেন পাত্রী, পিছনে ছুটছেন বর, বরের পরিবার। হতচকিত বিয়েতে আমন্ত্রিত সবাই। কী হল! পাত্রী বিয়ে করতে রাজি নন। সবই তো ঠিক ছিল। পছন্দের বর, পছন্দমত সবই আয়োজিত ছিল, হঠাৎ আপত্তির কারণ কী? বরের বাড়িতে শৌচালয় বানানো হয়নি, তাই বিয়ে করবেন না কনে।
বিয়ের আগে শ্বশুরবাড়ি থেকে বলা হয়েছিল, বাড়িতেই শৌচালয় বানানো হবে। বিয়ের পিড়িতে বসে যখন জানতে পারেন শৌচালয় বানানো হয়নি, বিয়ে করতে অসম্মত হন কনে। অনুষ্ঠান বাড়িতে আগত সকল আমন্ত্রিতদের কাছেই এই কথা জানান তিনি। এমনকি সেখানে উপস্থিত গণমাধ্যমের কাছেও স্পষ্ট নিজের বক্তব্য জানান ২৫ বছর বয়সী ওই তরুণী।
ঘটনাটি ঘটেছে কানপুরের একটি গণবিবাহ অনুষ্ঠানে। একটি NGO-এর পক্ষ থেকে গণবিবাহের আয়োজন করা হয়েছিল, সেখানেই এই ঘটনাটি ঘটে।