নিজস্ব প্রতিবেদন: রাখে হরি মারে কে! বরাত জোরে বেঁচে গেলেন মধ্যবয়সী মহিলা। বরং বলা ভাল আরপিএফ জওয়ানের তত্পরতায় প্রাণ বাঁচল তাঁর। ঘটনাটি ঘটেছে মুম্বই সেন্ট্রাল স্টেশনে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিওটিতে দেখা ‌যাচ্ছে মুম্বই সেন্ট্রাল স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে চলন্ত ট্রেনে উঠতে চেষ্টা করছিলেন এক মহিলা। সেই সময়, পা পিছলে পড়ে যান তিনি। ট্রেনের সঙ্গে বেশ কিছুটা এগিয়ে যান বেশ কিছুটা। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে মহিলার হাত ধরেন আরপিএফ জওয়ান। সাহায্য করেন অন্য যাত্রীরাও। রক্ষা পান ওই মহিলা। সিসিটিভি ফুটেজে গোটা ঘটনাটি দেখা গিয়েছে। 



চলন্ত ট্রেনে না ওঠার জন্য যাত্রীদের বহুবার আবেদন করেছে রেল। তা সত্ত্বেও যাত্রীরা ঝুঁকি নিয়েই ট্রেনে ওঠেন। দুর্ঘটনার সময় মুম্বই সেন্ট্রাল স্টেশনে ভিড় ছিল না। তা সত্ত্বেও কেন চলন্ত ট্রেনে উঠতে গেলেন ওই মহিলা? কবে হুঁশ ফিরবে এদের?