নিজস্ব প্রতিনিধি : ফের গণধর্ষণের ঘটনা ভোপালে। গত ১৮ নভেম্বরের ওই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে প্রকাশ, গত ১৮ নভেম্বর ওবাইদুল্লাগঞ্জ থেকে ফেরার পথে আচমকাই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ৫ জন। এরপর তাঁকে ওবাইদুল্লাগঞ্জ স্টেশনের কাছে নিয়ে যাওয়া হয়। এবং, সেখানেই তাঁর উপর চলে অকথ্য অত্যাচার। প্রায় ৭ ঘণ্টা ধরে বছর ৩৮-এর ওই মহিলার উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। কোনওক্রমে এরপর ওই মহিলা ওবাইদুল্লাগঞ্জ থানায় হাজির হলে, সেখান থেকে তাঁকে ফেরত পাঠানো হয় বলে অভিযোগ।


আরও পড়ুন : সহপাঠীকে 'ধর্ষণের' অভিযোগ ৪ বছরের পড়ুয়ার বিরুদ্ধে!


জানা যাচ্ছে, ওবাইদুল্লাগঞ্জ স্টেশন থেকে বুধনির দিকে যাচ্ছিলেন ওই মহিলা। সেখান থেকে তাঁকে বাইকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর উপর অকথ্য অত্যাচার চালানো হয়। রাত প্রায় দুটো নাগাদ ওই মহিলাকে ছেড়ে দেওয়া হয় নির্জন রাস্তায়। এরপর ওবাইদুল্লাগঞ্জ থানায় অভিযোগ জানাতে হাজির হলে, তাঁকে সেখান থেকে হাবিবগঞ্জ জিআরপি-তে পাঠানো হয়। যদিও ওবাইদুল্লাগঞ্জ থানার তরফে জানানো হয়েছে, ওই সময় সেখানে কেউ ছিলেন না। তাই অভিযোগ নেওয়া হয়নি।


পুলিস জানিয়েছে, অভিযুক্তদের খোঁজ চলছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ।