জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ষা শুরুর পরেই, মহারাজগঞ্জ জেলার একদল মহিলা পালন করলেন এক রীতি। বৃষ্টির দেবতা 'ইন্দ্র'কে খুশি করার জন্য স্থানীয় বিধায়ক এবং নগরপালিকার চেয়ারম্যানকে কাদায় ভিজিয়ে এই অনুষ্ঠান করেছেন তাঁরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এটি এই অঞ্চলের একটি প্রাচীন বিশ্বাস যে শহরের প্রধানকে কাদা স্নান করালে বৃষ্টি দেবতাকে খুশি হন এবং এই অঞ্চলে বৃষ্টি নিয়ে আসেন। মহারাজগঞ্জের পিপারদেউরা এলাকার মহিলারা বিজেপি বিধায়ক জয়মঙ্গল কানোজিয়া এবং নগর পালিকা চেয়ারম্যান কৃষ্ণ গোপাল জয়সওয়ালকে কাদায় স্নান করানর সময় গানও গেয়েছিলেন।


এক মহিলা জানিয়েছেন, "এটি একটি বিশ্বাস যে শহরের প্রধানকে কাদায় স্নান করালে ইন্দ্রদেব খুশি হন। কম বৃষ্টিপাত ধানের ফলনকে প্রভাবিত করবে।"


 



আরও পড়ুন: চামচা, দুর্নীতিগ্রস্ত, জুমলা... লম্বা লিস্ট! সংসদে বলা‌ যাবে না আর কোন কোন শব্দ? কী বলছেন বিরোধীরা?


বিধায়ক কানোজিয়া এবং নগর পালিকা চেয়ারম্যান জয়সওয়াল বৃষ্টির জন্য কাদা স্নান করেন স্বেচ্ছায়। কানোজিয়া বলেন, "প্রচণ্ড গরমের কারণে মানুষ অস্থির এবং ইন্দ্রদেবকে খুশি করার জন্য কাদায় স্নান করা একটি প্রাচীন প্রথা। শহরের মহিলারা বৃষ্টির জন্য আমাদের কাদায় স্নান করান।"


জয়সওয়াল বলেন, খরা পরিস্থিতির সম্মুখিন আমরা। এলাকার মহিলারা শুধুমাত্র বৃষ্টির দেবতাকে খুশি করার জন্য এই অঞ্চলের প্রাচীন ঐতিহ্যকে অনুসরণ করেছেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)