নিজস্ব প্রতিবেদন: কুমকুম ডোংরি, উদিতা বর্মা এবং আকাঙ্খা রাই সোশ্যাল মিডিয়ায় এরাই এখন নায়িকা। রেলমন্ত্রী এই তিন মহিলাকে কুর্নিশ জানিয়েছেন। এই অচেনা তিন মুখ এখন পরিচিত নেট নাগরিকদের হাতে।  মহারাষ্ট্র থেকে গুজরাত— এই দীর্ঘ পথে ট্রেনের দেখভাল করেছেন মহিলারা। মালবাহী ট্রেনকে গার্ড দিয়ে তা চালিয়ে নিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, ভারতের পশ্চিম রেলের ইতিহাসে এই প্রথম। মহিলাকর্মীদের নিয়ে ট্রেন পাড়ি দিয়েছে দীর্ঘপথ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে রেল জানিয়ে দেয় , ৫ জানুয়ারি মহারাষ্ট্রের বসই রোড স্টেশন থেকে মালবাহী ট্রেন নিয়ে যাত্রা শুরু করেন কুমকুম ডোংরি, উদিতা বর্মা এবং আকাঙ্খা রাই। গন্তব্যস্থল ছিল গুজরাতের বদোদরায়। মহিলারা কঠিন কাজ করতেও সক্ষম এবং তা দক্ষতার সঙ্গে দায়িত্ব নিয়েও করতে পারেন।


 



তাদের এই কীর্তির প্রশংসা করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, এই উদ্যোগ ভারতে নারীর ক্ষমতায়নের নয়া নজির গড়বে। ট্রেন চালানো থেকে শুরু করে গার্ড দেওয়া— সমস্ত দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন তিন কন্যা।


রেলের এক আধিকারিক জানিয়েছেন, এই কাজ খুবই শ্রমসাধ্য। সাধারণত খুব কম সংখ্যক মহিলাকে এই পদে দেখা যায়।