নিজস্ব প্রতিবেদন: রেল স্টেশন সামলাবেন শুধুমাত্র মহিলারাই। জয়পুরের গান্ধীনগর রেলস্টেশনই হল ভারতের প্রথম মহিলা চালিত স্টেশন। কয়েকদিন ধরেই এই প্রক্রিয়া চলছিল। সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার টিপি সিং। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জয়পুর-দিল্লি রুটের গান্ধীনগর স্টেশন দিয়ে প্রতিদিন যাতায়াত করে ৫০টি ট্রেন। তার মধ্যে ২৫টি ট্রেন দাঁড়ায়। উত্তর পশ্চিমাঞ্চল রেলের মুখপাত্র তরুণ জৈনের কথায়, উদ্যোগ নিয়েছিলেন টিপি সিং। তাঁকে সাহায্য করেছেন বিভাগীয় রেলওয়ে ম্যানেজার সৌম্য মাথুর ও অন্যান্য রেল আধিকারিকরা। প্রতি দিন ৭ হাজার মানুষ এই স্টেশন ব্যবহার করেন। তাঁদের মধ্যে বেশিরভাগই মহিলা ও পড়ুয়া। 


আরও পড়ুন- মধ্যবিত্তের শঙ্কা বাড়িয়ে ইপিএফে কমল সুদের 


সহকারী স্টেশন ম্যানেজার হিসেবে এই স্টেশনে রয়েছেন গীতা দেবী, সরোজ কুমার ধাকড় ও অ্যাঞ্জেলা স্টেলা। নিরাপত্তার দায়িত্বেও মহিলারাই। আরপিএফ অফিসার কবিতার নেতৃত্বে মোতায়েন থাকবে আরপিএফের ৭ প্রমীলাবাহিনী। পাশাপাশি স্টেশনে থাকছে নজরদারি ক্যামেরাও।স্টেশনে রয়েছেন ৪জন মহিলা টিকিট পরীক্ষক। পরিবহণ ও বাণিজ্যিক বিভাগে রয়েছেন ১০ জন মহিলা।