ওয়েব ডেস্ক: ‘অধিকৃত হিন্দুস্থান’-কে মুক্ত না করা প‌র্যন্ত থামব না। অডিও বার্তায় ফের হুমকি দিল কাশ্মীরে আল কায়দার প্রধান জাকির মুসা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জাকির মুসার দাবি, অষ্টম শতকে মহম্মদ বিন কাসিম সিন্ধ-এর রাজাকে পরাস্ত করে হিন্দুস্থানে শরিয়তি শাসন প্রতিষ্ঠা করেন। এবার সেই শাসন ফেরাতে মুসলিমদের আহ্বান জানাল মুসা। বললেন, ঘরে বসে থাকলে চলবে না। 


ওই অডিও টেপে মুসার হুমকি, ১৪০০ বছর আগে বর্তমাপ পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে শরিয়ত শাসন শুরু হয়েছিল। হিন্দুস্থানে সেই শাসন না ফেরা প‌র্যন্ত আমরা থামব না।


উল্লেখ্য, সম্প্রতি হিজবুল ছেড়ে আল কায়দায় ‌যোগ দিয়েছে জাকির মুসা। কাশ্মীরে সক্রিয় জঙ্গি সংগঠনগুলোর দাবি জাকির মুসা-ই বহু জঙ্গিকে ধরিয়ে দিয়েছে। প্রসঙ্গত, সোপিয়ানে গত সপ্তাহে বেশ কিছু পোস্টার দিয়েছে হিজবুল মুজাহিদিন। সেখানে লেখা হয়েছে জাকির মুসাকে ‌যেখানেই দেখবে সেখানেই তাকে খতম করো। সে ভারতের এজেন্ট।


আরও পড়ুন-  গুরুগ্রাম থেকে ধৃত ৩ মোর্চা নেতাকে আনা হল কলকাতায়