নিজস্ব প্রতিবেদন: হায়দরাবাদে খুলছে বিশাল ধ্যান কেন্দ্র। শুধুমাত্র ভারত নয়, গোটা দুনিয়ায় এটাই হবে সর্ববৃহত্ ধ্যান কেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হার্টফুলনেস ইনস্টিটিউট নামে ধ্যান সংস্থায় প্রধান কার্যালয় হবে হায়দরাবাদ।  কেন্দ্রটি খুলছে আগামী ২৮ জানুয়ারি। উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন বিশিষ্ট যোগ গুরু রামদেব।


আরও পড়ুন-মাটিতে লেগে পা, থানার পাশেই ঝোপেই উদ্ধার যুবকের 'ঝুলন্ত' দেহ!


হায়দরাবাদ শহর থেকে ৪০ কিলোমিটার দূরে কানহা শান্তিবনম-এ তৈরি হয়েছে ওই ধ্যান কেন্দ্রটি।  এটি ছড়িয়ে থাকবে ৩০ একর জমিতে।  কেন্দ্রটিতে থাকবে একটি প্রধান হল এবং ৮ ছোট হল। একসঙ্গে এই কেন্দ্রে ধ্যান করতে পারবেন ১ লাখ মানুষ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাত আলো জ্বললে এটিকে সিডনি হারবাররের মতো দেখাবে বলে মনে করছেন উদ্যোক্তারা।


সংবাদমাধ্যম সূত্রে খবর,  জানুয়ারির ২৮-৩০ তারিখ, ফেব্রুয়ারি মাসের ২-৪ তারিখ ও ৭-৯ তারিখ পর্যন্ত তিন দিনের মোট তিনটি সেশন হবে।  উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও আন্না হাজারে।


আরও পড়ুন-রাতে ফোন করে ডাকে কেউ! সকালে বাড়ির অদূরে মিলল যুবতীর অর্ধনগ্ন ক্ষতবিক্ষত দেহ


হার্টফুলনেস-এ প্রতিদিন ১ লাখ মানুষের খাবার তৈরি করা হবে। একইসঙ্গে ধ্যান কেন্দ্রে থাকছে ৩৫০ বেডের আয়ূষ মেডিক্যাল। প্রসঙ্গত, হার্টফুলনেস  হল রাজা যোগ ঘরনার একটি ধ্যান। এটিকে সহজ মার্গ-ও বলা হয়।