World`s Richest Beggar: দুনিয়ার সবচেয়ে ধনী ভিখারি একজন ভারতীয়, তার সম্পদের পরিমাণ...
World`s Richest Beggar: নিজে ভিক্ষাবৃত্তি করলেও তার ২ ছেলে পড়াশোনা শেষ করে ফেলেছে। পরিবারের একটি স্টেশনারি দোকান রয়েছে। সেটাই সবাই মিলে চালান
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভিখারি শুনলেই মনে আসে ছেঁড়া ফাটা পোশাক, হতদরিদ্র চেহারা, দিন আনি দিন খাই মানুষ। কিন্তু এই ভিক্ষাবৃত্তিই যে লাভজনক পেশা হতে পারে তা দেখিয়ে দিয়েছেন এক ভারতীয়। তিনিই এখন দুনিয়ার সবচেয়ে ধনী ভিখারি। নাম ভরত জৈন।
আরও পড়ুন-ভালো সম্পর্ক চাই বলেও ইউনূসকে হিন্দুদের নিরাপত্তার কথা মনে করাল ভারত
ভরতের জীবনের গল্প শুধু অবিশ্বাস্যই নয় বরং তিনি ভেঙে দিয়েছেন ভিক্ষাবৃত্তির সব চেনা ছক। সম্পদের নীরিখে ভরতই এখন দুনিয়া সবচেয়ে ধনী ভিখারি।
ছোটবেলা থেকেই প্রবল দারিদ্র ছিল। তাই পড়াশোনা হয়নি। কিন্তু দিনের পর দিন প্রচুর পরিশ্রম করে ভরত গড়ে তুলেছেন তাঁর ৭.৫ কোটি টাকার বিশাল সাম্রাজ্য। এভাবেই তিনি তাঁর পরবর্তী প্রজন্মের ভবিষ্যত নিশ্চিত করেছেন।
দেখা যাচ্ছে ভরত মাসে আয় করেন ৬০-৭৫ হাজার টাকা। অর্থাত্ বহু চাকুরিজীবীর সমান আয় করেন তিনি। টাকা জমিয়ে তিনি তা বিনিয়োগ করেছেন রিয়েল এস্টেটে। মুম্বইয়ে তার একটি ফ্ল্যাট রয়েছে যার মূল্য ১.৪ কোটি টাকা। থানেতে তার ২টি দোকান রয়েছে। ওইসব সম্পত্তি থেকে তিনি প্রতি মাসে আয় করেন ৩০ হাজার টাকা।
নিজে ভিক্ষাবৃত্তি করলেও তার ২ ছেলে পড়াশোনা শেষ করে ফেলেছে। পরিবারের একটি স্টেশনারি দোকান রয়েছে। সেটাই সবাই মিলে চালান।
বিপুল সম্পত্তির মালিক হলেও এখন নিজের পেশা ছাড়েননি ভরত জৈন। মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাস, আজাদ ময়দানের মতো জায়গায় তার দেখা মেলে নিয়মিত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)