ওয়েব ডেস্ক : বয়স মাত্র ১০। আর এই বয়সেই তার ওজন শুনলে রীতিমতো ভির্মি খাওয়ার জোগাড় হবে। চিকিত্‍সকরা বলছেন আপাতদৃষ্টিতে তার শরীরে কোনও রোগ নেই। তবুও সে এরকমই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাম আর্য পারমানা। ওজন ১৯২ কিলোগ্রাম। এই মুহূর্তে বিশ্বের সবথেকে ভারী শিশু হিসেবেই নাম উঠেছে তার। শরীরে পরিচালনার ক্ষেত্রে নানা সমস্যা থাকার কারণে বর্তমানে আর্য স্কুলে যেতে পারে না। বন্ধুদের সঙ্গেও খেলাধুলো করতে পারে না। বেশিরভার সময়ই নিজেকে বাড়িতে আবদ্ধ রাখতে হয় এই শিশুটিকে। তাকে এভাবে থাকতে দেখে বাবা-মার মনও ভালো নেই। তাঁরা চাইছেন যাতে চিকিত্‍সকরা তাঁদের ছেলেকে দ্রুত এই সমস্যা থেকে মুক্তি দেন।