বায়ুসেনার নিখোঁজ হওয়া বিমানের ধ্বংসাবশেষ মিলল অরুণাচল প্রদেশে
দুর্গম জঙ্গলময় এলাকা হওয়ায় বাধ সাধে উদ্ধারকাজে। স্থলপথে তল্লাশি শুরু করে সেনা ও ভারত-তিব্বত সীমান্ত পুলিস
নিজস্ব প্রতিবেদন: নিখোঁজ হওয়া বায়ুসেনার এএন-৩২ বিমানের ধ্বংসাবশেষ মিলেছে বলে এএনআই সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে। অরুণাচল প্রদেশের সিয়াং জেলার পায়ুম এলাকায় ওই বিমানের ধ্বংসাবশেষ মেলে। যুদ্ধকালীন তত্পরতায় বায়ুসেনার সুখোই এসইউ-৩০ ও সি-১৩০জে বিমান এতদিন তল্লাশি চালাচ্ছিল।
উল্লেখ্য, গত ৩ জুন অরুণাচল-চিন সীমান্তে জোরহাট থেকে মেচুকা যাওয়ার পথে নিখোঁজ হয় এএন-৩২ বিমান। জানা যায়, দুপুর ১২টা ২৭ মিনিটে উড়েছিল বিমানটি। বেলা ১ টা নাগাদ শেষবারের মতো রেডারে ধরে পড়ে। ওই বিমানে পাইলট-সহ ৮জন বিমানকর্মী ও বায়ুসেনার ৫কর্মী ছিলেন ওই বিমানে।
আরও পড়ুন- ‘ভুয়ো খবর করা সংবাদিকদের জেলে পুরলে, সব চ্যানেলে লোক কম পড়বে’ কটাক্ষ রাহুলের
দুর্গম জঙ্গলময় এলাকা হওয়ায় বাধ সাধে উদ্ধারকাজে। স্থলপথে তল্লাশি শুরু করে সেনা ও ভারত-তিব্বত সীমান্ত পুলিস। অন্য দিকে আকাশ পথে বায়ুসেনার সি-১৩০, এএন-৩২, এমআই-১৭ হেলিকপ্টার ও ধ্রুব হেলকপ্টার তল্লাশি চালায়। প্রায় এক সপ্তাহ পর খোঁজ মিলল ওই বিমানের ধ্বংসাবশেষ। যদিও হতাহতের খবর এখনও পর্যন্ত জানা যায়নি।