নিজস্ব প্রতিবেদন- Corona Pandemic-এর সময় প্রশাসন বিভিন্ন উপায়ে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করেছিল। Lockdown-এর পরও কিছু মানুষ বিনা কারণে রাস্তায় ঘুরছিলেন। তাঁদের সাবধান করার জন্য কখনও পুলিস, কখনও প্রশাসনিক কর্তারা বিভিন্ন সাজে রাস্তায় নেমেছিলেন। সেসব ছবি ভাইরাল হয়েছে। সেই সময় রাস্তায় যমরাজ সেজে ঘুরতে দেখা গিয়েছিল পুলিসকর্মীদের। তাঁরা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছিলেন, করোনাকে যেন হালকাভাবে না নেওয়া হয়! করোনা আসলে সাক্ষাত্ মৃত্যু। শারীরিক দূরত্ব বজায় রাখার জন্যও সাধারণ মানুষের কাছে আবেদন করছিলেন যমরাজরূপী পুলিস কর্মীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লকডাউন পর্ব শেষ। দেশে করোনা পরিস্থিতি এখন আগের থেকে ভাল। করোনার মতো অচেনা শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য টিকা (Vaccine) এসেছে। Covishield ও Covaxin- দুটি ভ্যাকসিনের জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার। ১৬ জানুয়ারি থেকে সারা দেশে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। আর এবার সেই টিকাকরণ কর্মসূচিতে অংশ নিলেন খোদ যমরাজ। মধ্যপ্রদেশের ইন্দোরের সেই যমরাজের টিকা নেওয়ার ছবি দেখে গোটা দেশ অবাক। Social Media-তে সেই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। 


আরও পড়ুন-  উপচে পড়ল এই মন্দিরের Donation Box, দুদিন ধরে টাকা গুনেও শেষ করা যায়নি


ইন্দোরের এমজি রোড থানার এক পুলিস কর্মী যমরাজের বেশে গেলেন ভ্যাকসিন নিতে। সেই পুলিসকর্মীর নাম জওহার সিং জাদৌন। তাঁর ভ্যাকসিন নেওয়ার ছবি এখন ভাইরাল। অনেকে তো আবার ঘোর কলিযুগ বলে ঠাট্টাও করেছেন।