উপচে পড়ল এই মন্দিরের Donation Box, দুদিন ধরে টাকা গুনেও শেষ করা যায়নি

এত টাকা ছাড়াও ৯১ গ্রাম সোনা, চার কিলো ২০০ গ্রাম রূপো প্রণামী হিসাবে দিয়েছেন ভক্তরা। 

Updated By: Feb 11, 2021, 04:16 PM IST
উপচে পড়ল এই মন্দিরের Donation Box, দুদিন ধরে টাকা গুনেও শেষ করা যায়নি

নিজস্ব প্রতিবেদন- আস্থা ও বিশ্বাসের প্রসঙ্গ উঠলে ভারতীয়রা সেরা। আরও একবার এই দাবির সত্যতা প্রমাণ হল। এদেশের একটি মন্দিরের Donation Box উপচে  পড়ল টাকায়। ভক্তরা মন্দিরে এত টাকা প্রণামী দিলেন যে দুদিন ধরে গুণে শেষ করা গেল না। ফুল, মালা, মিষ্টির প্যাকেটের ক্ষেত্রেও রেকর্ড গড়ল রাজস্থানের (Rajasthan) সেই মন্দির। মেওয়ারের সেই মন্দির শ্রী সাওয়ালিয়া শেঠের (Shri Sanwaliya Seth) প্রণামী বাক্সে ভক্তরা দিলেন কয়েক কোটি টাকা। সম্প্রতি সেই বাক্স খোলা হয়েছিল। মন্দির কর্তৃপক্ষ দুদিন ধরে প্রণামী বক্সের টাকা গুনেছেন। 

আরও পড়ুন-  শিশুকন্যা তিরার জন্য যা করলেন নরেন্দ্র মোদী, ধন্যবাদ জানাচ্ছেন বিরোধীরাও

শ্রী সাওয়ালিয়া শেঠের প্রণামী বাক্স যখন খোলা হয়, তখন সামনে ছিলেন মন্দিরের কার্যনির্বাহী মণ্ডলের CEO ও জেলাশাসক। প্রণামী বাক্স খোলার পর সামনে দাঁড়িয়ে থাকা অনেকেই অবাক হয়ে যান। এর পরই শুরু হয় টাকা গোনা। দুদিন ধরে চলে টাকা গোনার কাজ। আর এই কাজ করতে গিয়ে অনেকে হাঁপিয়েও উঠেছিলেন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত দানপাত্রের ছকোটি ১৭ লাখ ১২ হাজার ২০০ টাকা জমা হয়েছে বলে গোনা গিয়েছে। তবে এখনও গোনা শেষ হয়নি। আরও একটি প্রণামী বাক্স খোলা হবে। তার পর সেখানে কত টাকা পড়েছে তা গুনে দেখা হবে। কয়েক ডজন লোক প্রণামী বাক্সের টাকা গুনেছিলেন। এত টাকা ছাড়াও ৯১ গ্রাম সোনা (Gold), চার কিলো ২০০ গ্রাম রূপো (Silver) প্রণামী হিসাবে দিয়েছেন ভক্তরা। 

.