যোগ্য ছেলের অযোগ্য বাবা ছিলাম, এখন উল্টে গিয়েছে, জয়ন্তকে খোঁচা যশবন্তের
টুইটারে নিজের ছেলেকে খোঁচা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার।
নিজস্ব প্রতিবেদন: মাংস ব্যবসায়ীকে খুনে অভিযুক্তদের সংবর্ধনা দেওয়ায় নিজের ছেলে জয়ন্ত সিনহাকে প্রকাশ্যে ভর্ত্সনা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। মোদী সরকারের প্রবল বিরোধিতা করে ইতিমধ্যেই বিজেপি ছেড়েছেন যশবন্ত। এবার নিজের ছেলের বিরুদ্ধে খড়্গহস্ত হলেন প্রবীণ এই নেতা।
টুইটারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা লেখেন, ''আগে আমি যোগ্য ছেলের অযোগ্য বাবা ছিলাম। এখন উল্টে গিয়েছে। নিজের ছেলের কাজকে মেনে নিতে পারছি না। তবে জানি, এর ফলে আরও গালমন্দ হবে। তবে তোমরা জিততে পারবে না।'' টুইটারে সমালোচনা শুরু হওয়ার পর তাঁর টুইট, ''এই তো তোমরা। যা ভেবেছিলাম তাই। তোমরা কখনও জিততে পার না।''
গত বছর ৩০ জুন গো-মাংস বহনের ধুয়ো তুলে ঝাড়খণ্ডের হাজারিবাগের রামগড়ে খুন করা হয় আলিমুদ্দিন আনসারিকে। পরে ফরেনসিক পরীক্ষায় জানা যায়, গোমাংসই বহন করছিলেন আলিমুদ্দিন। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ১১ জনকে গ্রেফতার করে পুলিস। সেই আট জন জামিনে মুক্ত হতেই তাদের মালা পরিয়ে ঝাড়খণ্ডে নিজের বাড়িতে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহা। পরে সমালোচনার মুখে তিনি সাফাই দেন, বিচারের হস্তক্ষেপ করা হবে না। আইন আইনের পথেই চলবে।
আরও পড়ুন- ৭ মাস ধরে গণধর্ষণ ছাত্রীকে, অভিযুক্ত স্কুলের অধ্যক্ষ, দুই শিক্ষক, ছাত্র-সহ ১