ওয়েব ডেস্ক:  আরবিআই এর ফাইনান্সিয়াল রিপোর্ট কে উল্লেখ করে প্রধানমন্ত্রী কে চিঠি দিলেন রাজ্যসভার সদস্য তথা সিপিএম নেতা সিতারাম ইয়েচুরি। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের সাধারণ মানুষের জমা টাকা বিভিন্ন ব্যাঙ্ক থেকে ধার হিসেবে নিয়ে তা ফেরত দিচ্ছেন না বহু ধনী ব্যক্তি।


ইন্দ্রানীর মনে শিনার জন্য কোনও জায়গা নেই!


তিনি উল্লেখ করেন, দেশের প্রথম সারির দশটি কর্পোরেট হাউস প্রায় সাত লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে তা শোধ করেননি। তাঁর আশঙ্কা ব্যাঙ্কগুলির অনাদায়ী এই ঋণের টাকা বিদেশে চলে গেছে। তাঁর এই আশঙ্কার কথা প্রকাশ তিনি প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন, নির্বাচনের প্রচারের সময় বিদেশে জমা কালো টাকা ফিরিয়ে আনার  প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী।