নিজস্ব প্রতিবেদন: কাঠমান্ডু র নাইটক্লাবে রাহুল গান্ধী (Rahul Gandhi)! সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই তোলপাড় হয়ে যায়। তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। নিশানা করে বিজেপি (BJP)। পাল্টা উত্তর দেয় কংগ্রেস (Congress)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই পরিস্থিতিতে কংগ্রেস (BJP) নেতার উপস্থিতি নিয়ে মুখ খুলল কাঠমাণ্ডুর ওই নাইটক্লাব। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, কাঠমান্ডুর ওই নাইটক্লাবে গিয়েছিলেন রাহুল গান্ধী। নেপাল প্রশাসনের এক কর্তার মেয়ের বিয়ে উপলক্ষে ওই নাইটক্লাবে গিয়েছিলেন কংগ্রেস নেতা। 


বর্তমানে নেতৃত্ব সমস্যা নিয়ে জেরবার কংগ্রেস। ২০২৪-এর লোকসভার আগে দলকে চাঙ্গা করে তুলতে চাইছেন সোনিয়া গান্ধী। কিন্তু সেই সময় রাহুল গান্ধী (Rahul Gandhi) নেপালের নাইটক্লাবে পার্টি করতে ব্যস্ত। সেই ভিডিও প্রকাশ্য়ে আসতেই দেশের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। 


এই ইস্য়ুতে কংগ্রেসকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। অমিত মালব্য টুইট করে বলেন, "সম্ভবত নেপালের কূটনীতিক সুমনিমা উদাসের মেয়ের বিয়েতে উপস্থিত হয়েছেন রাহুল গান্ধী। যিনি উত্তরাখণ্ডকে ভারত থেকে বাদ দিতে চান। কখনও চিন, কখনও নেপাল। কেন বারবার রাহুল গান্ধীকে তাঁদের সঙ্গেই দেখা যায়, যাঁরা ক্রমাগত ভারতের অখণ্ডতা নষ্ট করতে চায়?"



পাল্টা কংগ্রেসের তরফে রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, "আমাদের বন্ধু রাষ্ট্র নেপালে গিয়েছেন রাহুল গান্ধী। একজনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া এখনও এই দেশে অপরাধে পরিণত হয়নি। হয়ত আজকের পর থেকে বিজেপি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া এবং বন্ধু থাকাকে বেআইনি ঘোষণা করতে পারে।"


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)