Yogi 2.0 Cabinet: মন্ত্রিসভার দায়িত্ব বন্টন যোগীর, `বুলডোজার বাবা`র হাতেই স্বরাষ্ট্র, আর কে কোন দফতর পেলেন?
Yogi 2.0 Cabinet: অর্থ, স্বাস্থ্য, গ্রাম এবং নগরোন্নয়ন দফতরের মন্ত্রী হলেন কারা?
নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয়বার উত্তরপ্রদেশের ক্ষমতায় এসেছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সোমবার নয়া মন্ত্রিসভার (Yogi 2.0 Cabinet) সদস্যদের মধ্য়ে দফতর ভাগ করে দিলেন 'বুলডোজার বাবা'।
উত্তরপ্রদেশের ভোটে বিজেপি অভাবনীয় ফল করার পর যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) শপথ গ্রহণের দিকে নজর ছিল দেশের রাজনৈতিক জগতের। জমকাল সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। অনেকেই যোগীর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে বিজেপির ক্ষমতার বহর প্রদর্শন বলে আখ্যা দিয়েছেন। যা ২০২৪-এর লোকসভা ভোটের আগে বেশ গুরুত্বপূর্ণ।
এক নজরে উত্তরপ্রদেশের নয়া মন্ত্রীদের দায়িত্ব:
1) যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)- স্বরাষ্ট্র দফতর
2) ব্রিজেশ পাঠক, উপ-মুখ্যমন্ত্রী (Brijesh Pathak)- স্বাস্থ্য দফতর
৩) কেশব প্রসাদ মৌর্য, উপ-মুখ্যমন্ত্রী (Keshav Prasad Maurya)- গ্রামোন্নয়ন দফতর
৪) জিতিন প্রসাদ (Jitin Prasad)- পিডব্লুডি দফতর
৫) স্বতন্ত্রদেব (Swatantradev)- জলসম্পদ দফতর
৬) একে শর্মা (AK Sharma)-নগোরন্নয়ন এবং বিদ্যুৎ দফতর
৭) সুরেশকুমার খান্না (Suresh Kumar Khanna)- অর্থ দফতর
৮) সূর্যপ্রতাপ শাহি (Surya Pratap Shaahi)- কৃষি দফতর
৯) বেবিরানি মৌর্য (Baby Rani Maurya)- নারী ও শিশু কল্যাণ দফতর
১০) জয়বীর সিং (Jayveer Sing)- পর্যটন ও সংস্কৃতি দফতর
আরও পড়ুন: PM Mod invites WB's BJP MPs: বাংলার BJP সাংসদদের বাসভবনে ডাক মোদীর, তুঙ্গে জল্পনা
আরও পড়ুন: Bharat Bandh: 'রাজ্য সরকারি কর্মচারিদের বনধে অংশগ্রহণ বেআইনি'