ওয়েব ডেস্ক : ফের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক গৃহবধূকে বিচার পাইয়ে দিতে নির্দেশ দিলেন পুলিসকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, শ্বশুর বাড়িতে বিয়ের পর থেকেই অত্যাচারের সম্মূখিন রীতু গুপ্তা। বারবার পণের টাকা চাওয়া থেকে মারধর সবই চলছিল নিয়ম করে। শুধু তাঁকেই নয়, তাঁর দেড় বছরের সন্তানের ওপরও চলছে অত্যাচার।


আরও পড়ুন- স্বামী দিয়েছে 'তিন তালাক'; অপমানিত গৃহবধূ বিচার চেয়ে মোদীকে লিখলেন চিঠি!


এই পরিস্থিতিতে গতকাল লখনৌতে যোগীর সভায় হাজির হন রীতু। নিরাপত্তারক্ষীদের অনুরোধ করে সোজা পৌঁছে যান মুখ্যমন্ত্রীর কাছে। তাঁকে গোটা বিষয়টি খুলে বলেন। সেই সঙ্গে পুলিসের ভুমিকার বিষয়টিও জানান তাঁকে। অবশেষে যোগী আদিত্যনাথ উদ্যোগ নেন এবং মুহূর্তের মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়।