এমন শাস্তি দেব যে ভবিষ্যতে উদাহরণ হবে, হাথরসে এনকাউন্টারের ইঙ্গিত যোগীর!
বিরোধীদের চাপে হাথরসকাণ্ডে শেষপর্যন্ত কড়া প্রতিক্রিয়া দিলেন যোগী আদিত্যনাথ।
নিজস্ব প্রতিবেদন: হাথরসকাণ্ডে যোগী সরকারকে চেপে ধরেছে বিরোধীরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি উঠেছে। ঘটনায় এবার মুখ খুললেন যোগী আদিত্যনাথ। টুইটারে লিখলেন, এমন শাস্তি দেওয়া হবে যে ভবিষ্যতে নজির হয়ে থাকবে। মা-বোনদের নিরাপত্তায় প্রতিজ্ঞাবদ্ধ উত্তরপ্রদেশ সরকার।
এদিন যোগী আদিত্যনাথ টুইটারে লেখেন, ''উত্তরপ্রদেশের মা-বোনেরা সম্মানহানি করার চিন্তা রাখলেও সমূলে নাশ করা হবে। এমন শান্তি দেওয়া হবে যে নজির হয়ে থাকবে ভবিষ্যতে। আপনাদের উত্তরপ্রদেশ সরকার মা-বোনেদের সম্মানরক্ষায় সংকল্পবদ্ধ। এটা আমার সংকল্প ও প্রতিশ্রুতি।''