নিজস্ব প্রতিবেদন: পাঁচবারের টানা সাংসদ। ১৯৮৯ সালে গোরক্ষপুর দখলে বিজেপি। উপনির্বাচনে পিসি-ভাইপোর জোটের সামনে সেই গোরক্ষপুরই হাতছাড়া হয়েছে যোগী আদিত্যনাথের। ভোটের ফল বিশ্লেষণের পর দেখা যাচ্ছে, নিজের বুথেই ২০১৪ সালের প্রাপ্ত ভোট ধরে রাখতে পারেননি যোগী আদিত্যনাথ। ভোট ফলপ্রকাশের পর সপার জয়ী প্রার্থীর দাবি ঘিরে সৃষ্টি হয় বিতর্ক। প্রবীণ নিশাদ দাবি করেন, যোগী আদিত্যনাথের মন্দিরের কাছে স্কুলে বিজেপির চেয়ে ১৭৭৫টি বেশি ভোট পেয়েছেন তিনি। পরে দেখা যায়, সেই তথ্য সঠিক নয়।         


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্বাচন কমিশনের তথ্য বলছে, গোরক্ষনাথ মন্দিরের কাছে সরকারি স্কুলে ২৫০ নম্বর বুথে বিজেপির পক্ষে ভোট পড়েছে ১৮২টি। উল্লেখ্য, এখানে একটা বিশাল অংশের ভোটার সংখ্যালঘু সম্প্রদায়ের।


তিন দশক ধরে গোরক্ষনাথ মন্দিরের প্রধান পুরোহিত যোগী আদিত্যনাথ। ওই কেন্দ্রে সবকটি বুথেই বিজেপি বেশি ভোট পেলেও গতবারের চেয়ে ভোট বাড়িয়েছে সমাজবাদী পার্টি। 


২০১৪ সালে বিজেপি পেয়েছিল ২৩৩টি ভোট। সপা পেয়েছিল ৭৭টি। বিধানসভা ভোটে ৯৫টি ভোট পেয়েছিল সপা। সবমিলিয়ে ওই স্কুলে ১,৫৮০টি ভোট পেয়েছে আদিত্যনাথের দল। সপা ও কংগ্রেস পেয়েছে যথাক্রমে ৩৫৪ ও ৫০। 


 
 আরও পড়ুন- Zee India Conclave: ২০১৯ শেষ ইনিংস নয়, বাংলা-ওডিশা বাকি: অমিত শাহ