নিজস্ব প্রতিবেদন: #ZeeIndiaConclave-এ এসে ফের একবার অকপট রাজ্যসভা সাংসদ অমর সিংহ। বললেন, ১৯৯৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত লাগাতার লাইম লাইটে ছিলাম। ২০০৯ সালে জানতে পারি আমার দুটি বৃক্কই খারাপ। চিকিত্সকরা জানিয়ে দেন, আমার আয়ু ফুরিয়ে এসেছে। তখনই অনেকের আসল চেহারা বুঝতে পারি আমি। অনেকেই আমাকে সেই সময় ধোঁকা দিয়েছেন। তার পরই বাঁচার অদম্য ইচ্ছা নিয়ে আপনাদের সামনে বসে আছি। এমনকী ত্রিপুরায় বিজেপির জয় তিনি আঁচ করতে পারেননি বলে স্বীকার করেছেন অমর সিংহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - রামের প্রতি আমার একটা অদ্ভূত টান আছে, ভজন গেয়ে প্রমাণ করলেন ফারুক আবদুল্লা


এদিন অমর সিংহ কী বললেন, জেনে নিন ১০টি কথা


১. প্রায় এক ডজন শরিক নিয়ে সফল ভাবে পূর্ণ সময় সরকার চালিয়েছেন অটল বিহারী বাজপেয়ী।


২. সংসদে ওঠা কোনও অভিযোগের তদন্তের এক্তিয়ার পুলিসের না থাকলেও চিদাম্বরম আমার বিরুদ্ধে তদন্তের জন্য পুলিসকে নিয়োগ করেন।


৩. ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ঘুষকাণ্ডে নরসিংহ রাও জেলে চলে যেতেন।  


৪. আমি মুখ খুললে অনেকের মুখোস খুলে যাবে


৫. দুটো আসনে জিতে সমাজবাদী পার্টির বেশি উত্সাহিত না-হওয়াই ভাল। 


আরও পড়ুন - Zee India Conclave: কাশ্মীর সমস্যার সমাধান হতে পারে তবে PoK-র দিকে হাত না বাড়ানোই ভাল, বললেন ফারুক আবদুল্লা


৬. নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কংগ্রেস জোট সরকার ফেলে দিয়েছিল। আমাকেও জেলে পাঠিয়েছিল কংগ্রেসই।


৭. আমি অতীত - ভবিষ্যত্ নিয়ে বেশি ভাবিত নই। বর্তমান নিয়েই খুশিতে থাকি।


৮. দেশে যে কী হচ্ছে আমার মাথায় ঢুকছে না। 


৯. অপন-পর সবাই সময় মতো আমার স্বপ্ন লুঠ করেছে। 


১০. ১৯৯৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত শিরোনামে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।