নিজস্ব প্রতিবেদন: দর্শকদের ভোটে ফের দেশের সবচেয়ে বিশ্বস্ত চ্যানেলের শিরোপা পেল ZEE NEWS। শুধু তাই নয়, সবচেয়ে বিশ্বস্ত CEO-র পুরস্কার পেলেন ZEE-র সুধীর চৌধুরী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতের প্রথম স্যাটেলাইট চ্যানেল এনেছিল ZEE। সাংবাদিকতার জগতে বরাবরই একটি শক্তিশালী স্তম্ভ Zee News। দেশের সবচেয়ে বিশস্ত চ্য়ানেলটি কোনটি?  Idea Fest 2022-এ দর্শকদের ভোটে আবার বাকি সব চ্যানেলকে পিছিয়ে ফেলে দিল Zee News। 


আরও পড়ুন: UP Woman Worker: অনুমতি ছাড়া সন্ধে ৭টা পর কোনও মহিলাকে কাজ করানো যাবে না, ঘোষণা এই রাজ্যের


অনুষ্ঠানে সংস্থা CEO সুবীর চৌধুরী বলেন, 'পুরস্কার পেলে ভালো লাগে। মিডিয়া হাউসের সবচেয়ে বড় পুরস্কার দর্শকরাই। যখন কোথাও কোনও দর্শকের সঙ্গে দেখা হয় এবং তিনি বলেন, আপনাদের চ্যানেল দেখতে ভালো লাগে। সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার'। সঙ্গে যোগ করেন, 'আমি পুরস্কারে বিশ্বাস করি না। আমার মনে হয়, পুরস্কার দেওয়ার পদ্ধতি স্বচ্ছ নয়'।


আরও পড়ুন:  Covid 19: অবশেষে কোভিড মুক্তি, ২ বছরে প্রথমবার সংক্রমণ ০ Sikkim-এ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)