নিজস্ব প্রতিবেদন: সোমবার শেষ হল উত্তরপ্রদেশ বিধানসভার শেষদফার ভোটগ্রহণ। ভোটপর্ব মিটতে বেরিয়ে আসছে একাধিক সংস্থায় একজিট পোল। সেখানে দেখা যাচ্ছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশেই একমাত্র ভালো অবস্থায় বিজেপি। মণিপুরে মন্দের ভালো। আর পঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ায় প্রায় কোণঠাসা গেরুয়া শিবির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জি নিউজের(Zee Exit Poll) বুথফেরত সমীক্ষা অনুযায়ী, পঞ্জাবে বিজেপি ও নড়বড়ে কংগ্রেসকে ধাক্কা দিয়ে ক্ষমতায় আসতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ক্যাপ্টেন অমরিন্দর সিং দল ছাড়ার পর নড়বড়ে অবস্থায়। কংগ্রেস। এই সুযোগ বিজেপি হয়তো কিছু সুবিধে ঘরে তুলতে পারতো কিন্তু বাধ সাধে কৃষি আইন। সম্ভবত সেই ধাক্কাতেই কোণঠাসা গেরুয়া শিবির। তবে কংগ্রেসের এই পরাজয়ের দায় গিয়ে পড়বে সিধুর উপরে।


জি একজিট পোল অনুযায়ী, ১১৭ আসনের পঞ্জাব বিধানসভায় আম আদমি পার্টি পেতে পারে ৫২-৬১ আসন। আর এর ধারে কাছে নেই অন্যান্যরা। সমীক্ষা অনুযায়ী বিজেপির ঝুলিতে যেতে পারে মাত্র ৩-৭ আসন। অন্যদিকে, কংগ্রেসের আসন নেমে যেতে পারে ২৬-৩৩ এর কোটায়। শিরোমনি অকালি দলের ভাগে যেতে পারে ২৪-৩২ আসন। ফলে কংগ্রেসকে যদি সরকার গঠন করতে হয় তাহলে তাকে জোট বাঁধতে হবে শিরোমনি অকালি দলের সঙ্গে। তবে তা নির্ভর করছে আপ-এর আসন সংখ্য়ার উপরে।


ভোট শেষের পরিসংখ্যান অনুযায়ী পঞ্জাবে কংগ্রেস পেয়েছে ২৫ শতাংশ ভোট। সেই জায়গায় আপ পেয়েছে ৩৯ শতাংশ। ফলে এই বিশাল গ্যাপ অন্যান্যদের পক্ষে পূরণ করা বেশ মুসকিল। ভোট শেয়ারের দিক থেকে শিরোমনি অকালি দল পেয়েছে ২৪ শতাংশ ভোট। অন্যদিকে বিজেপির ঘরে গিয়েছে মাত্র ৬ শতাংশ ভোট।


উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফলেও কিছুটা কোণঠাসা বিজেপি। দলের অন্তকলহের সুযোগে জমি দখল করেছে কংগ্রেস। এমনটাই মনে করা হচ্ছে জি একজিট পোল-এ। সমীক্ষা অনুযায়ী উত্তরাখণ্ডে বিজেপির পক্ষে গিয়েছে ৩৫ শতাংশ ভোট। সত্তর আসনের বিধানসভায় এবার বিজেপির ঘরে আসতে পারে ২৬-৩০ আসন। কংগ্রেস পেয়েছে ৩৯ শতাংশ ভোট। তাদের ঝুলিতে আসতে পারে ৩৫-৪০ আসন। অন্যদিকে, বিএসপি পেতে পারে ২-৩ আসন। এবং অন্যান্যরা পেতে পারে ১টি আসন।


গোয়ায় এবার ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। ভোটের আগে ঘাসফুলে শিবিরে যোগও দিয়েছিলেন কংগ্রেসের বেশ কয়েকজন নেতা। তবে তার পরেও গোয়ার লড়াইয়ে কোনও ফ্যাক্টরই নয় তৃণমূল কংগ্রেস। জি একজিট পোল অনুয়ায়ী, গোয়ার ৪০ আসনের বিধানসভায় বিজেপির ঘরে যেতে পারে ১৩-১৮ আসন। অন্যদিকে, গেরুয়া শিবিরের রক্তচাপ বাড়িয়ে কংগ্রেসের ঘরে যেতে পারে ১৪-১৯ আসন। অন্যদিকে, মহরাষ্ট্র গোমন্তক পার্টির ঘরে যেতে পারে ২-৫ আসন। আপ পেতে পারে ১-৩ আসন এবং অন্যান্যরা পেতে পারে ১-৩ আসন। ফলে জি নিউজের বুথফেরত সমীক্ষার ফল যদি সঠিক হয় তাহলে ত্রিশঙ্কূ পরিস্থিতির দিকেই এগোচ্ছে গোয়া।


উত্তর প্রদেশের পর বিজেপির এখন বড় ভরসা মণিপুর। জি একজিট পোল অনুযায়ী ৬০ আসনের মণিপুর বিধানসভায় বিজেপির ঘরে আসতে পারে ৩২-৩৮ আসন। কংগ্রেস পেতে পারে ১২-১৭ আসন। এনপিএফ পাবে ৩-৫ আসন, এনপিপি পেতে পারে ২-৪ আসন। অন্যান্যরা পেতে পারে ২-৫ আসন।


আরও পড়ুন-পা পিছলে লাইনে বৃদ্ধ, এগিয়ে আসছে ট্রেন, 'মিরাক্যল' ঘটালেন মেট্রোচালক অমল দাস!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)