নিজস্ব প্রতিবেদন: হরিদ্বার শহরে আমিষ খাবার পরিবেশন করায় সুইগি ও জ়োমাটোকে নোটিস পাঠাল উত্তরাখণ্ডের স্বাস্থ্য দফতর। হরিদ্বার পুরনিগমের বিধিভঙ্গ করে সেখানে আমিষ খাবার সরবরাহ করা হয়েছে অভিযোগ তুলেছে রাজ্য খাদ্য সুরক্ষা বিভাগ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খবরের সত্যতা স্বীকার করে শহরের ডেপুটি খাদ্য সুরক্ষা আধিকারিক আরএস পাল বলেন, 'হরিদ্বারে আমিষ খাবার পরিবেশন করা হচ্ছে বলে স্থানীয় ম্যজিস্ট্রেটকে অভিযোগ জানিয়েছিলেন শহরের কিছু বাসিন্দা। তদন্তে নেমে ওই দুই সংস্থার কাছে FSSAI-এর লাইসেন্স দেখতে চান ম্যাজিস্ট্রেট। কিন্তু তারা তা দেখাতে পারেননি। আমিষ খাবার পরিবেশনের জন্য পুরসভা থেকে অনুমতিও নেয়নি তারা।'


 



হরিদ্বারের নিরামিষ ভক্ষণের বিধি ভেঙে সুইগি ও জ়োমাটো স্থানীয়দের ভাবাবেগে আঘাত করেছে বলে জানিয়েছেন তিনি। ওই আধিকারিক বলেন, 'হরিদ্বার পুরনিগমের আইন অনুসারে শহরে আমিষ ভক্ষণ নিষিদ্ধ। হরিদ্বার শহর ও লাগোয়া বিস্তীর্ণ এলাকায় এই বিধি লাগু রয়েছে।' কারণ দর্শানোর জন্য জ়োমাটো ও সুইগিকে ৭ দিনের সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। 


বাংলায় ৪২টি আসনে একাই লড়বে কংগ্রেস, রাতেই প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা


এই নিয়ে এক প্রতিক্রিয়ায় জ়োমাটোর তরফে জানানো হয়েছে, 'নির্বিঘ্নে ব্যবসা চালাতে আমরা গত কয়েক বছর ধরে FSSAI-এর সঙ্গে একযোগে কাজ করছি। হরিদ্বারে ব্যবসা চালানোর জন্য আমরা ইতিমধ্যে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। পবিত্র এই শহরের ধর্মীয় ভাবাবেগকে আমরা সমর্থন করি। স্থানীয় প্রশাসনের যাবতীয় নির্দেশ আমরা মেনে চলব।'


সুইগির তরফে জানানো হয়েছে, 'নিষিদ্ধ এলাকায় আমিষ পরিবেশন করায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। অভিযোগ পেয়েই আমরা পদক্ষেপ করেছি। ১৬ মার্চ থেকে হরিদ্বারে সম্পূর্ণ নিরামিষ খাবার পরিবেশন নিশ্চিত করেছি আমরা।'