ফিরে দেখা ২০১৬: বিশ্বজুড়ে সন্ত্রাসের টুকরো ছবি

Sat, 17 Dec 2016-1:44 pm,

১৪ জানুয়ারি : ইন্দোনেশিয়ার জাকার্তায় আত্মঘাতী হামলা। হামলার পিছনে ISIS। নিহত ৭।

২০ জানুয়ারি : পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশে বাচা খান ইউনিভার্সিটিতে হামলা। মৃত ২০। মৃতদের মধ্যে অনেকে পড়ুয়াও।

১ ফেব্রুয়ারি : আফগানিস্তানের কাবুলে জাতীয় পুলিস হেডকোয়ার্টারে তালিবান জঙ্গির আত্মঘাতী হামলা। মৃত ২০ সহ আহত কমপক্ষে ৩০।

২১ ফেব্রুয়ারি : সিরিয়ার হোমস ও দামাস্কাসে গাড়িবোমা বিস্ফোরণ ঘটায় ISIS। প্রায় ২৫০ জন প্রাণ হারান। আহত ৩০০-রও বেশি।

২২ মার্চ : বেলজিয়ামের ব্রাসেলসে বিমানবন্দর, মেট্রো স্টেশনে হামলা। প্রাণ হারান ৩২ জন। আহত বহু। মৃতদের মধ্যে বেশিরভাগই ভিনদেশি নাগরিক।

২৭ মার্চ : পাকিস্তানের লাহোরে পার্কের ভিতর আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২৯ জন শিশু সহ মৃত ৭২।

১৯ এপ্রিল : আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী গাড়িবোমা হামলা। মৃত ৬৪। দায় স্বীকার করে তালিবান।

২৮ জুন : ইস্তানবুলের বিমানবন্দরে জঙ্গি হামলায় মৃত ৪৫, আহত ২০০-র বেশি।

১-২ জুলাই : বাংলাদেশের ঢাকায় ক্যাফেতে জঙ্গি হামলা। পাঁচজন জঙ্গি ঢুকে পড়ে ক্যাফেতে। গুলিতে প্রাণ হারান ২ সাধারণ নাগরিক সহ ২ পুলিস অফিসার। ISIS ঘটনার দায় স্বীকার করে।

১৪ জুলাই : বাস্তিল ডে-তে ফ্রান্সের নিস-এ জঙ্গি হামলা। জমায়েতে ৭৭ জন পিষে দিল জঙ্গি ট্রাক।

২০ জুলাই : উত্তর ফ্রান্সের নরম্যান্ডিতে চার্চে হামলা। গলার নলি কেটে খুন ফাদারকে। পণবন্দি ৪।

 ৮ আগাস্ট : পাকিস্তানের কোয়েত্তায় হাসপাতাল চত্বরে আত্মঘাতী হামলা, ৭০ জন মৃত

২০ অগাস্ট :তুরস্কের গাজিয়ানটেপে বিয়েবাড়িতে আত্মঘাতী হামলায় নিহত কমপক্ষে ৫০

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link