`দেশবিরোধী তথ্য প্রচার করছে গণশক্তি`, অভিযোগে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার
বামেদের মুখপাত্র গণশক্তি দেশবিরোধী কথা লিখছে, দেশবিরোধী তথ্য প্রচার করছে। এই অভিযোগে এজেসি বোস রোডে গণশক্তি পত্রিকা অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা মোর্চা।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। বিক্ষোভকারীদের ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে প্রচুর পুলিস মোতায়েন করা হয়।
পাশাপাশি এদিন সৌরিশ ভট্টাচার্য্য নামে বিজেপি যুব মোর্চার এক কর্মীকে পুলিস গ্রেফতার করে। অভিযোগ, তিনি মহিলাদের মাঝে ঢুকে উস্কানিমূলক কথা বলছিলেন।
দুপুর সাড়ে বারোটা নাগাদ বিজেপির বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ব্যাহত হয় যান চলাচল। এদিন বিক্ষোভ কর্মসূচি চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পালও।
তিনি বলেন, "সিপিএমের মুখপাত্র দেশবিরোধী কাজ করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পুলিস অন্যায় ভাবে আমাদের মেয়েদের গ্রেফতার করছে। এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর এই আচরণের প্রতিবাদ জানাচ্ছি।"