মঙ্গলবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল ইসকন মন্দির
নিজস্ব প্রতিবেদন: আজ থেকে খুলে গেল নদিয়ার ইসকন মন্দির। মন্দির সূত্রের খবর, দিনে দুবার খোলা হবে মন্দির।
সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকবে মন্দির। বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে মন্দির।
করোনা সতর্কতা মেনেই মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত নয়ই অগাস্ট থেকে মন্দির বন্ধ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
মূল গেটে থাকছে থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজিংয়ের ব্যবস্থা। মাস্ক বাধ্যতামূলক।
যদিও সংক্রমণ এড়াতে জানানো হয়েছে মন্দির চত্বরে বেশিক্ষণ বসে থাকা যাবে না।
এ ছাড়াও মন্দির চত্বরে প্রবেশের জন্য একাধিক নিয়ম বিধি মানতে হবে দর্শনার্থীদের