ভারতের বাইরে এই সব বিখ্যাত মাঠে টেস্ট সেঞ্চুরি নেই বিরাট কোহলির

Sukhendu Sarkar Mon, 24 Dec 2018-1:14 pm,

১০. গাব্বা, ব্রিসবেন : এই মাঠে একটি মাত্র টেস্ট খেলেছেন বিরাট কোহলি। ২০১৪ সালে সেই টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ১৮ এবং ১ রান করেন কোহলি।

৯. পোর্ট অব স্পেন, ত্রিনিদাদ : কুইনস পার্ক ওভালের এই বিখ্যাত মাটে শতরান করেননি বিরাট।

৮. সিংহলজী স্পোর্টস ক্লাব, কলোম্বো : শ্রীলঙ্কার এই বিখ্যাত মাঠে ২০১৫ এবং ২০১৭ সালে দুটি টেস্ট খেললেও সেঞ্চুরি নেই বিরাট কোহলির।

৭. নিউল্যান্ডস স্টেডিয়াম, কেপ টাউন :  দক্ষিণ আফ্রিকা বরাবরই ভারতীয়দের কাছে কঠিন সফর। ২০১৮ সালে কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে একটি মাত্র টেস্ট খেলেছেন বিরাট। কিন্তু সেঞ্চুরি আসেনি। 

৬. দ্য ওভাল, লন্ডন :  লন্ডনের দ্য ওভাল স্টেডিয়ামে এখন পর্যন্ত দুটি টেস্ট খেললেও শতরান করতে পারেননি বিরাট কোহলি।

৫. কেনিংটন ওভাল, বার্বাডোজ :  ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই স্টেডিয়ামে ২০১১ সালে একটি টেস্টে দুই ইনিংসে যথাক্রমে শূন্য ২৭ রান করেন বিরাট কোহলি।

৪. ইডেন পার্ক, অকল্যান্ড :  নিউ জিল্যান্ডের এই বিখ্যাত গ্রাউন্ডে একটি মাত্র টেস্ট খেলেছেন বিরাট কোহলি। ২০১৪ সালে ফেব্রুয়ারিতে ওই টেস্টে দ্বিতীয় ইনিংসে ৬৭ রান করেছিলেন বিরাট, কিন্তু প্রথম ইনিংসে মাত্র ৪ রানে আউট হয়ে গিয়েছিলেন কোহলি।

৩. কিংসমিড, ডারবান : পারথের পর এই পিচই বাউন্সের জন্য বিখ্যাত। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে একটি টেস্টে বিরাট রান পাননি এখানে। তবে টেস্ট সেঞ্চুরি না থাকলেও একদিনের ক্রিকেটে ২০১৮ সালে শতরান করেন বিরাট কোহলি।

২. সাবাইনা পার্ক, জামাইকা : এই মাঠেই টেস্ট অভিষেক হয় বিরাট কোহলির ২০১১ সালে। একদিনের ক্রিকেটে এই মাঠেই অভিষেক অধিনায়ক বিরাটের। কিন্তু দুটি টেস্ট খেললেও শতরান নেই তাঁর। ২০১১ সালে অভিষেক টেস্টে দুই ইনিংসে ৪ ও ১৫ রান করেন তিনি। পাঁচ বছর পরে ২০১৬ সালে ৪৪ রান করেন তিনি।

১. লর্ডস, লন্ডন :  বিখ্যাত লর্ডসে সেঞ্চুরি নেই বিরাট কোহলির। দুবার ইংল্যান্ড সফরে লর্ডসে দুই টেস্টে একবারও হাফ সেঞ্চুরিও করতে পারেননি বিরাট কোহলি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link