10 Incredible Pele Records: ১২৭৯ গোল থেকে ৯২ হ্যাটট্রিক! `ফুটবল সম্রাট` রেকর্ডের রাজাও
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জীবনের লড়াইয়ে অবশেষে হেরেই যেতে হয়েছে এডসন আরান্তেস দি নাসিমেন্তো পেলেকে (Pele)। বৃহস্পতিবার মধ্য রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন 'ফুটবল সম্রাট'। ৮২ বছর বয়সে জীবনাবসান হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তির। পেলে তাঁর বর্ণাঢ্য কেরিয়ারে যা সব রেকর্ড করেছেন, তা অন্য কোনও ফুটবলারকে ভাবতেও ঢোক গিলতে হবে দু'বার
পেলেই বিশ্বের প্রথম ও একমাত্র ফুটবলার যিনি তিনবার বিশ্বকাপ জিতেছেন। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বসেরা হন পেলে। ১৯৫৮ সালে পেলে যখন বিশ্বকাপ জিতেছিলেন, তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ২৪৯ দিন। কনিষ্ঠতম ফুটবলার হিসাবে বিশ্বকাপ জয়ের রেকর্ডও তাঁর ঝুলিতে।
১৯৫৮ বিশ্বকাপেই পেলে ফ্রান্সের বিরুদ্ধে সেমি-ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন। কনিষ্ঠতম ফুটবলার হিসাবে পেলে বিশ্বকাপের এক ম্যাচে তিন গোল করার রেকর্ড করেন তিনি।
১৮ বছরে পা দেওয়ার আগেই পেলে বিশ্বকাপে গোল করার রেকর্ড করেছেন। যা আজও ইতিহাস। পাশাপাশি পেলে প্রথম টিনেজার হিসাবে ২৫টি আন্তর্জাতিক গোল করার কৃতিত্বও অর্জন করেন।
১৯৭৫ সালে পেলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে গোল করেছিলেন। তখন পেলের বয়স ছিল ১৬। এর আগে এত কম বয়সে কেউ ব্রাজিলের হয়ে গোল করেননি।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে পেলের সর্বোচ্চ ১০টি অ্যাসিস্ট রয়েছে। যা আর কারোর নেই।
ব্রাজিলিয়ান ক্লাব স্যান্টোসের হয়ে পেলে ৬৪৩টি গোল করেছিলেন ন্যূনতম ৬৫৯ ম্যাচে। আজও পেলেই স্যান্টোসের সর্বকালীন রেকর্ড গোলদাতা।
কিছুদিন আগেও পেলে ছিলেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ৭৭ গোল রয়েছে তাঁর দেশের জার্সিতে। যদিও কাতার বিশ্বকাপে নেইমার পেলের ৭৭ গোলের মাইলস্টোন স্পর্শ করেছেন। নেইমারের লেগেছে ১২৪ ম্যাচ।
পেলের হ্যাটট্রিকের সংখ্যা ৯২! আজ পর্যন্ত কোনও ফুটবলার এতবার এক ম্যাচে তিন গোল করতে পারেননি। এর পাশাপাশি পেলে ৩১ বার ৪ গোল করেছেন একই ম্যাচে। পাশাপাশি ৬ ম্যাচে ৫ গোল করেছেন। একবার একই ম্যাচে ৮ গোল করেছেন।
ফিফা পেলের গিনেস বিশ্বরেকর্ডকে স্বীকৃতি দিয়ে বলেছে যে, ফুটবলার হিসাবে সর্বাধিক গোল করার নজির আছে পেলেরই। পেল ১২৭৯ গোল করেছেন ১৩৬৩ ম্যাচে। যদিও এর মধ্যে প্রীতি ম্যাচ, অপেশাদার ম্যাচ, রিজার্ভ টিম ও জুনিয়র পর্যায়ে জাতীয় দলের হয়ে গোলও রয়েছে।
পেলে দুই ক্যালেন্ডার বর্ষ মিলিয়ে ১০০-র ওপর গোল করেছেন। ফিফা বলছে ১৯৫৯ সালে ১২৭ গোল করেছেন। ১৯৬১ সালে করেছেন ১১০ গোল। পেলের রেকর্ডের ধারে কাছে কোনও ফুটবলার নেই।