দু`দিন পরই এশিয়ান গেমস শুরু, এবার কোন কোন খেলার অভিষেক হবে জেনে নিন

Fri, 17 Aug 2018-8:25 pm,

পেনসাক সিলাট- মালয় সংস্কৃতির অঙ্গ এই খেলা। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্সের দক্ষিণাংশে এই ধরণের মার্শাল আর্ট বিখ্যাত।

ব্রিজ- দুজন করে থাকে একটা দলে। ৫২টা কার্ডের মধ্যে চারজনের কাছে ১৩টা করে বন্টন হয়ে খেলা শুরু হয়।

স্পোর্ট ক্লাইম্বিং- ১৫ মিটার দেওয়ালে ফুট ও হ্যান্ড হোল্ড বেয়ে উঠতে হয়।

রোলার স্পোর্ট- স্কেটবোর্ড ও রোলার স্টেক ফরম্যাটে খেলা হয়।

জু জিতসু- জাপানের প্রসিদ্ধ মার্শাল আর্ট।

সাম্বো- রাশিয়ার প্রচলিত মার্শাল আর্ট।

জেট স্কি- এশিয়ান বিচ গেমসে এর আগে খেলা হয়েছে।

প্যারাগ্লাইডিং- দুটো ফরম্যাটে খেলা হয়। ক্রস কান্ট্রি ও অ্যারোবেটিক্স।

৩x৩ বাস্কেটবল- ১০ মিনিটের ম্যাচ। বাস্কেটবল কোর্টের অর্ধেক জায়গায় খেলা হয়।

কুরাস- উজবেকিস্তানের প্রচলিত মার্শাল আর্ট।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link