Uttar Pradesh: অগ্নিকাণ্ডে ১০ শিশুর মৃত্যু! কী ভাবে আগুন হাসপাতালে? কার গাফিলতিতে? এখনও মৃত্যুর সঙ্গে লড়ছে...

Soumitra Sen Sat, 16 Nov 2024-1:15 pm,

উত্তর প্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) শুক্রবার রাতে ভয়াবহ এই আগুন লাগে।

দমকলের ইঞ্জিন আসার আগেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ওয়ার্ডের কাচ ভেঙে রোগীদের উদ্ধার করতে শুরু করেন। এর কিছুক্ষণ পরে দমকলের ইঞ্জিন এসে পৌঁছয়।

শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিট নাগাদ আগুন লাগে। শিশুদের দুটি ইউনিটের মধ্যে একটিতে আগুন লাগে। ৩৭ শিশুকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়।  

তবে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ১০ শিশুর মৃত্যু হয়েছে! আরও ১৬ জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে। 

হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন মৃত শিশুদের পরিজনরা। তাঁদের সমবেদনা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্ঘটনার পরই ঝাঁসির উদ্দেশে রওনা দেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিব।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link