এমন কাজ করছেন না তো! রাতারাতি আপনার হোয়াটসঅ্যাপ ব্যান হতে পারে

Sat, 17 Nov 2018-9:05 pm,

 বার্তা বিনিময়ে অন্যতম যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপই একমাত্র মাধ্যম যেখানে বিশ্বের সিংহভাগ মানুষ মেসেজ আদানপ্রদান করেন। 

বিশ্বে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ১৫০ কোটি। এদেশে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন প্রায় ২০কোটি নেটিজেন। তবে, বেশ কিছু ক্ষেত্রে এই শক্তিশালী মাধ্যমকে অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

রাজনৈতিক পরিসরে প্রভাব খাটানো থেকে গণপিটুনির মতো ঘটনার সম্মুখীন হতে হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই।  

কখনও অভিযোগ উঠেছে, গুজব ছড়ানোর আঁতুরঘর তৈরি হয়েছে হোয়াটসঅ্যাপ। 

হোয়াটসঅ্যাপের অপব্যবহার রুখতে কড়া নিয়ম এনেছে ফেসবুক সংস্থা। 

সংস্থার তরফে বলা হয়েছে, যদি কর্তৃপক্ষ মনে করে, কোনও গ্রুপ বা ব্যক্তির মাধ্যমে আইনবিরুদ্ধ মেসেজ, ছবি আদানপ্রদান হয়, তা হলে কোনও নোটিফিকেশন ছাড়া অভিযুক্ত গ্রুপ বা ব্যক্তিকে নিষিদ্ধ করা হবে।

কোন ধরনের মেসেজ পাঠালে ব্যান হতে পারেন? কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বেআইনি, অশ্লীল, মানহানিকর, হুমকি, নকল এবং ঘৃণা ছড়ানোর দায়ে ব্যবহারকারীকে নিষিদ্ধ করা হয়।

এমনকি জাল অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম বলবত্ থাকবে।

জানা যাচ্ছে, ভাইরাস বা ম্যালওয়্যার ছাড়ানো রুখতে কড়া পদক্ষেপ করছে হোয়াটসঅ্যাপ। 

সংস্থার তরফে আরও জানানো হয়, কোনও থার্ড পার্টির মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও ব্যান করা হবে।

হোয়াটসঅ্যাপ প্লাস নামে এক থার্ড পার্টি অ্যাপ রয়েছে। সংস্থার দাবি, ওই অ্যাপটির সঙ্গে হোয়াটসঅ্যাপের কোনও সম্পর্ক নেই।

আরও একটি বিষয় লক্ষ্য রাখুন। আপনার অ্যাকাউন্টের ব্লক করার মাত্রা বেশি হলে আপনাকে ব্যান করতে পারে হোয়াটসঅ্যাপ।

আপনার বিরুদ্ধে যদি হোয়াটসঅ্যাপ সংস্থার কাছে একাধিক অভিযোগ জমা পড়ে তা হলে ব্যান করা হতে পারে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link