ডাক নাম হ্যারিকেন! ১০৩ বছর বয়সে দৌড়ে জিতলেন সোনার পদক
১০৩ বছর বয়স তাঁর। কে বলবে! এই বয়সে তিনি দৌড়চ্ছেন। শুধু দৌড়চ্ছেন নয়। দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আবার সেই প্রতিযোগিতায় সোনার পদকও জিতছেন!
বছর দুয়েক আগে ১০০ মিটার দৌড়ে রেকর্ড গড়ে সোনার পদক জিতেছিলেন জুলিয়া হকিন্স। এবার নিজের সেই রেকর্ড ভাঙতে পারলেন না বটে! তবে এবারও সোনার পদক জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রৌঢ়া।
১০০ মিটারের পাশাপাশি আবার ৫০ মিটারে নেমেও সোনার পদক জিতেছেন তিনি। যে বয়সে বেশিরভাগ মানুষ হাঁটার ক্ষমতাও হারিয়ে ফেলে, হকিন্স কিন্তু ছুটে রেকর্ড গড়ে চলেছেন।
লুইজিয়ানার বাসিন্দা হকিন্স। খাদ্যাভাসের দিকে প্রচণ্ড যত্নবান। পুষ্টিকর খাওয়া ও ওজন নিয়্ন্ত্রণে রাখতে সর্বদা সচেতন তিনি। নিজের ফিটনেস নিয়েও ভীষণ খুতখুতে হকিন্স।
হকিন্সের পদক জয়ের তালিকাটা বেশ দীর্ঘ। আর এখনও পর্যন্ত তাঁর সমস্ত পদক যত্ন করে রাখার দায়িত্ব নিয়েছেন হকিন্সের স্বামী। তিনি একটি বাক্স বানিয়ে তাতে স্ত্রীর জেতা পদরগুলি যত্ন করে তুলে রাখেন।