দীপিকার দিক থেকে চোখ সরলই না, ১১ বার উঠে এল রণবীরের মুগ্ধতার সেই ছবি
১৪ এবং ১৫ নভেম্বর বিয়ের পর ২১ নভেম্বর ছিল রণবীর সিং এবং দীপিকা পাডুকনের প্রথম রিসেপশন। বেঙ্গালুরুর লীলা প্যালেসে বসে বলিউডের তারকা জুটির প্রথম রিসেপশন। ২১ নভেম্বরের অনুষ্ঠানে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে সেজে ওঠেন রণবীর-দীপিকা। আর সেখানে কখনও স্ত্রীর হাত ধরে মঞ্চে ওঠেন রণবীর সিং। আবার কখনও দীপিকার শাড়ি ঠিক করে দেন। আবার কখনও কখনও যেন দিপ্পির উপর থেকে চোখই সরাতে পারলেন না তিনি। ক্যামেরায় বার বার উঠে এল রণবীর-দীপিকার সেই ছবি