স্বামীর চেয়ে স্ত্রী বয়সে বড়, প্রিয়াঙ্কা-নিক ছাড়া বলিউডে এমন ১২টি জুটি

Wed, 22 Aug 2018-10:42 pm,

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বাগদানের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উড়ে আসছে নানা মন্তব্য। কেউ মস্করা, কেউ আবার নয়া দম্পতির পাশে দাঁড়াচ্ছেন। তবে প্রিয়াঙ্কা-নিক নয়, বলিউডে স্বামীর চেয়ে স্ত্রী বয়সে বড়, এমন জুটি অনেক রয়েছে। শুরু করেছিলেন নার্গিস ও সুনীল দত্ত। 

সুনীল দত্তের চেয়ে এক বছরের বড় ছিলেন নার্গিস। শুধু তাই নয়, সে সময় সুনীলের চেয়ে নার্গিসের খ্যাতি অনেক বেশি ছিল। 

বলিউডে বেশ নামযশ করে ফেলেছেন অমৃতা সিং, তখনই বয়সে অনেক ছোট সইফ আলি খানকে বিয়ে করেন তিনি। ১৯৯১ সালে অমৃতার বয়স ছিল ৩৩ বছর, সইফের ২১ বছর। তাঁদের মধ্যে বয়সের ফারাক ১২ বছর। ১৩ বছর সংসার করার পর ২০০৪ সালে দুজনের বিবাহবিচ্ছেদ হয়।

দক্ষিণের সুপারস্টার ধনুশের স্ত্রী রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য। তাঁর স্ত্রীর থেকে ২ বছরের ছোট ধনুশ। ২০০৪ সালে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা।

২০১৬ সালের ৩০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন করণসিং গ্রোভার ও বিপাশা বসু। ৩৮ বছরের বিপাশার চেয়ে করণ ৪ বছরের ছোট। 

২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা শেট্টি। তাঁর স্বামীর থেকে ৩ মাসের পর বলিউড অভিনেত্রী। 

২০ বছর সংসার করার পর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন অর্জুন রামপাল ও মেহর জেসিকা। মেহর অর্জুনের চেয়ে দু'বছরের বড়।

বিয়ে ভাঙার পর পরমিত্ শেটির সঙ্গে দেখা হয় অর্চনা পুরন সিংয়ের। অর্চনার চেয়ে ৭ বছরের ছোট পরমজিত্। এই বিয়েতে আপত্তি জানিয়েছিল পাত্রের পরিবার। ২০ বছর ধরে অটুট তাঁদের সম্পর্ক।

বাধাবিপত্তি কাটিয়ে ৩ দশক ধরে টিকে রয়েছে আদিত্য ও জারিনার বিয়ে। আদিত্যর চেয়ে ৬ বছরের বড় জারিনা। 

দিল চাহতা হ্যায়-এর চিটনাট্য লেখার সময়ে অধুনা ভবানীর প্রেমে পড়েছিলেন পরিচালক-অভিনেতা-গায়ক ফারহান আখতার। ফারহানের চেয়ে ৬ বছরের বড় অধুনা। ২০১৬ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। 

২০০৭ সালের এপ্রিলে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বর্য ও অভিষেক। অভিষেকের থেকে ২ বছরের বড় রাই সুন্দরী। 

ফারহানের স্বামী পরিচালক শিরিষ কুন্দ্রা তাঁর চেয়ে আট বছরের ছোট। ২০০৪ সালে তাঁরা বিয়ে করেন। 

দু'বছর লিভ ইন করার পর ২০১৪ সালে সোহা আলি খানকে বিবাহের প্রস্তাব দেন কুণাল খেমু। সোহার চেয়ে পাঁচ বছরের ছোট তাঁর স্বামী। 

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বাগদানের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উড়ে আসছে নানা মন্তব্য। কেউ মস্করা, কেউ আবার নয়া দম্পতির পাশে দাঁড়াচ্ছেন। তবে প্রিয়াঙ্কা-নিক নয়, বলিউডে স্বামীর চেয়ে স্ত্রী বয়সে বড়, এমন জুটি অনেক রয়েছে। শুরু করেছিলেন নার্গিস ও সুনীল দত্ত।                 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link