Anant Ambani Wedding: প্রি-ওয়েডেই খরচ ১২৬০ কোটি! চলুন ঘুরে আসা যাক রাজকীয় ভেন্যুতে...

Mon, 04 Mar 2024-2:48 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজকীয় সাজে সজ্জিত অনন্ত-রাধিকার প্রিওয়েডিং ভেন্যু। আর হবেই বা না কেন। দেশের প্রথম সারির তারকা শিল্পপতির মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে বলে কথা। গুজরাতে জামনগরে বসেছে অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের আসর। 

১মার্চ থেকে শুরু হয়েছিল এই উদযাপন। তিন দিন ব্য়াপি চলেছে সেই অনুষ্ঠান। দেশ-বিদেশ থেকে হাজির হয়েছিলেন হেভিওয়েট ব্যক্তিত্ব।

তিন দিনের উৎসবে রিহানা, বিল গেটস, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান, সলমান খানের মতো সেলিব্রিটি অতিথিরা উপস্থিত ছিলেন।

জানা গিয়েছে, প্রি ওয়েডিং এই তিন দিন ব্যাপি অনুষ্ঠানে ক্যাটারিং নিয়ে খরচ হয়েছে প্রায় ১২৬০ কোটি টাকা। যা ভারতের শীর্ষস্থানীয় পাঁচ তারকা হোটেল গ্রুপগুলির একটিকে দেওয়া হয়েছিল।

 

১ মার্চ অনন্ত এবং রাধিকার প্রথম দিনের থিম ছিল 'ইভিনিং ইন ওয়ান্ডারল্যান্ড'। যেখানে অতিথিরা ককটেল পার্টির পোশাক পরে এসেছিলেন।

ডিজাইনার মনীশ মালহোত্রা আমেরিকান ফ্লোরাল ডিজাইনার জেফ লেথামের সঙ্গে সোশ্যাল মিডিয়ার ইভেন্টের সজ্জার বহু ছবি শেয়ার করেন।

 

আমেরিকান ফ্লোরাল ডিজাইনার জেফ লেথাম আম্বানির অনুষ্ঠানের সমস্ত ফুলের সজ্জার দায়িত্বে ছিলেন। 

২ মার্চ ভারত দ্বারা অনুপ্রাণিত থিম ছিল  'এ ওয়াক অন দ্য ওয়াইল্ডসাইড'। ড্রেস কোড ছিল 'জঙ্গল ফিভার'।

জানা গিয়েছে, জামনগরে আম্বানিদের বিশাল বড় পশু উদ্ধার কেন্দ্র ভান্তারা রয়েছে। সেই থেকে অনুপ্রাণিত হয়ে ইভেন্টের চেয়ার, আসবাবপত্রে ময়ূর এবং জাগুয়ারের মোটিফ ছিল।

শুধু তাই নয়, কার্পেট থেকে শুরু করে দেওয়াল পর্যন্ত সবকিছুতেই বন, পাখি এবং প্রাণী ছবি দেখতে পাওয়া গিয়েছে।

 

ইভেন্টের সন্ধ্যেবেলায় অতিথিরা 'মেলা রুজ'-এ যান। সেদিন সন্ধ্যায় মৌলিন রুজ অনুপ্রাণিত কার্নিভাল ছিল আম্বানিদের সবচেয়ে জমকালো অনুষ্ঠান।

চোখ ধাঁধিয়ে দেওয়া সজ্জা ছিল ইভেন্টের। হলুদ বাল্ব, রাজকীয় ঝাড়বাতি, সারা দিক লাল রঙ দিয়ে সাজানো হয়েছিল।

অনুষ্ঠানটিকে আরও আকর্ষনীয় করে তোলার জন্য বড় লাল ফুল দিয়ে সাজানো হয়েছিল।

চকচকে সোনালি এবং লাল ক্যারোসেলের সিলিং-এ আয়না। আম্বানিদের এই সঙ্গীত অনুষ্ঠানের সন্ধ্যেকে 'মেলা রুজ' বলা হয়েছিল। ৩ মার্চ 'মহা আরতি'-র জন্য সজ্জাটি ভারত দ্বারা অনুপ্রাণিত। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link