গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্তের থেকে সুস্থের হার বেশি, দেশে আক্রান্ত ৫২ হাজার
নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘন্টায় ফের করোনা আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৫০ জন। দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ১৮ লক্ষ ৫৫ হাজার ৭৪৫।
দেশে এখন সুস্থতার হার ৬৬.৩০ শতাংশ। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ লক্ষ ৩০ হাজার ৫০৯। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮০৩ জনের। মোট প্রাণ হারিয়েছেন ৩৮ হাজার ৯৩৮ জন। এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৬ হাজার ২৯৮।
উদ্ধব ঠাকরের রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্তর থেকে সুস্থের সংখ্যা বেশি। আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৬৮। সুস্থ হয়েছেন ১০ হাজার ২২১। তবে এখনও করোনা আক্রান্তর শীর্ষে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্ত ৪ লক্ষ ৫০ হাজার ১৯৬। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৮৭ হাজার ৩০ জন। প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ৮৪২ জন। এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ৩২৪।
ভারতে করোনা আক্রান্তর সংখ্যায় দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। সে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ৬৩ হাজার ২২২। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ২ হাজার ২৮৩। করোনার বলি সেখানে ৪ হাজার ২৪১ জন। চিকিৎসাধীন সক্রিয় করোনা রোগী ৫৬ হাজার ৬৯৮।
দেশে তৃতীয় অন্ধ্র প্রদেশ। সেখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৬৬ হাজার ৫৮৬। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৬৭২। প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৩৭ জন। সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৭৬ হাজার ৩৩৭।