গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্তের থেকে সুস্থের হার বেশি, দেশে আক্রান্ত ৫২ হাজার

Tue, 04 Aug 2020-11:48 am,

নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘন্টায় ফের করোনা আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৫০ জন। দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ১৮ লক্ষ ৫৫ হাজার ৭৪৫।

দেশে এখন সুস্থতার হার ৬৬.৩০ শতাংশ। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ লক্ষ ৩০ হাজার ৫০৯। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮০৩ জনের। মোট প্রাণ হারিয়েছেন ৩৮ হাজার ৯৩৮ জন। এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৬ হাজার ২৯৮।

 

উদ্ধব ঠাকরের রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্তর থেকে সুস্থের সংখ্যা বেশি। আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৬৮। সুস্থ হয়েছেন ১০ হাজার ২২১। তবে এখনও করোনা আক্রান্তর শীর্ষে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্ত ৪ লক্ষ ৫০ হাজার ১৯৬। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৮৭ হাজার ৩০ জন। প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ৮৪২ জন। এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ৩২৪।

ভারতে করোনা আক্রান্তর সংখ্যায় দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। সে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ৬৩ হাজার ২২২। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ২ হাজার ২৮৩। করোনার বলি সেখানে ৪ হাজার ২৪১ জন। চিকিৎসাধীন সক্রিয় করোনা রোগী ৫৬ হাজার ৬৯৮।

দেশে তৃতীয় অন্ধ্র প্রদেশ। সেখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা  ১ লক্ষ ৬৬ হাজার ৫৮৬।  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৬৭২। প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৩৭ জন।  সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৭৬ হাজার ৩৩৭।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link