সৌরভ একা নন, লর্ডসে ন্যাট ওয়েস্ট ট্রফি জিতে জার্সি খুলেছিলেন আর এক ভারতীয় তারকা! দেখুন ছবি ...
২০০২ সালের ১৩ জুলাই লর্ডসে ন্যাট ওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শার্ট খুলে উড়িয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
ক্রিকেটের মহাতীর্থ - লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলির জার্সি ওড়ানোর সেই ছবি!! ১৮ বছরেও অমলিন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আজও রোমহর্ষক এক দৃশ্য।
লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলির সেই জার্সি ওড়ানো সেদিন ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছিল। এক বাঙালি অধিনায়কের হাতধরে ভারতীয় ক্রিকেটকে নতুন দিশা দেখিয়েছিল, সন্দেহ নেই।
ন্যাট ওয়েস্ট ট্রফি জয়ের ১৮ বছর পর জানা গেল, শুধু সৌরভ একানন আর এক ভারতীয় ক্রিকেটার সেদিন জার্সি উড়িয়েছিলেন।
তিনি আর কেউ নন- যুবরাজ সিং।ন্যাট ওয়েস্ট ট্রফি জয়ের স্মৃতিচারণায় যুবি নিজেই লিখেছেন, "দাদার মতো আমিও সেদিন টি-শার্ট খুলেছিলাম। ইংল্যান্ডে ওই সময় খুব ঠাণ্ডা ছিল। তাই আমার টি-শার্টের নিচে সাদা শর্টস ছিল। ভাগ্যিস আমার শার্টলেস সেলিব্রেশন সেদিন কেউ দেখতে পায়নি।"