Covid 19: চতুর্থ ঢেউয়ের ভ্রুকুটির মাঝেই ১৯৩৮ নতুন সংক্রমণ দেশে, ২৪ ঘণ্টায় মৃত ৬৭

Thu, 24 Mar 2022-11:21 am,

গত ২৪ ঘন্টায় ১,৯৩৮ নতুন কোভিড -১৯ সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। ভারতে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল ৪,৩০,১৪,৬৮৭। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৬৭ জনের মৃত্যুর ফলে ভারতের মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,১৬,৬৭২ হয়েছে। দেশে সক্রিয় সংক্রমণ আরও কমে ২২,৪২৭ হয়েছে।

দেশটি একদিনে ২,৫৩১ জনের রোগমুক্তি হয়েছে। এই রোগ থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৪,২৪,৭৫,৫৮৮ যেখানে মৃত্যুর হার ১.২০ শতাংশ রেকর্ড করা হয়েছে।

২৪ ঘন্টার ব্যবধানে সক্রিয় কোভিড -১৯ কেসলোডে ৬৬০ সংক্রমণের হ্রাস রেকর্ড করা হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে যে সক্রিয় সংক্রমণের সংখ্যা মোট সংক্রমণের ০.০৫ শতাংশ। যেখানে জাতীয় কোভিড -১৯ রোগমুক্তির হার ৯৮.৭৫ শতাংশ। দেশের দৈনিক সংক্রমণের হার ০.২৯ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ০.৩৫ শতাংশ।

দেশব্যাপী কোভিড-১৯ টিকাকরণ অভিযানের মধ্যে ডোজের পরিমাণ ১৮২.২৩ কোটি ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় দেশে মোট ৬,৬১,৯৫৪ কোভিড -১৯ পরীক্ষা করা হয়েছে এবং এখনও পর্যন্ত মোট ৭৮.৪৯ কোটির বেশি পরীক্ষা করা হয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link