৯ /১১ হামলার ১৯ বছর পার! নিহতদের স্মরণ এবার অন্যভাবে

Fri, 11 Sep 2020-12:15 pm,

২০০১ সালের ১১  সেপ্টেম্বর। ভয়ে আঁতকে উঠেছিল গোটা বিশ্ব। পৃথিবীর ইতিহাসে সব থেকে ভয়ানক জঙ্গি হামলা হয়েছিল আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। চোখের নিমেশে ধুলোয় মিশেছিল আমেরিকার বাণিজ্যের কেন্দ্রস্থল টুইন টাওয়ার। ওই ভয়াবহ সন্ত্রাসী হামলায় মৃত্যু হয়েছিল তিন হাজার মানুষের।

সেই ভয়াবহ হামলার ১৯ বছর পেরিয়ে গিয়েছে। তবে এখনো সেই হামলার স্মৃতি যেন টাটকা। বিশেষ করে যাঁরা ওই হামলায় স্বজনদের হারিয়েছেন তাঁদের কাছে আজ মন খারাপের দিন।

৯/১১ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম এক ট্যুইটে লিখেছে, আজ থেকে ১৯ বছর আগে, ঝকঝকে নীল আকাশের তলায় মাত্র ১০২ মিনিটে আমাদের জীবন একেবারে বদলে গিয়েছিল। আজ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০০১ সালের সেই হামলার ১৯তম বার্ষিকী। আজ স্মরণ আয়োজনে আপনাদের যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা।

 

গত ১৮ বছরের মতো এবার নিহতদের জন্য স্মরণসভার আয়োজন করা যায়নি। এবার করোনার জন্য পরিস্থিতি একেবারে আলাদা। ওই হামলায় নিহতদের স্মরণে প্রতিবছর দুটি আলোর কলাম প্রদর্শন করা হয় নিউইয়র্কে। সেই আলোকসজ্জাকে বলা হয় ট্রিবিউট ইন লাইট। ৯৭ কিলোমিটার দূরে থেকেও দেখা যায় সেই আলো। কিন্তু এবার সেটাও হচ্ছে না।

স্নরণসভায় ভিড় করা যাবে না এবার। করোনা সংক্রমণ এড়তেই এমন ব্যবস্থা। পেনসিলভানিয়ার যেখানে হাইজ্যাক করা বিমান বিধ্বস্ত হয়েছিল, সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link