দেশে ২ লক্ষ দৈনিক করোনা সংক্রমণ, ১লা বৈশাখ পালনে ব্যস্ত মাস্কহীন বেপরোয়া শহরবাসী
সংক্রমণের গতি বাড়াচ্ছে করোনা। সংক্রমিতের সংখ্যায় প্রতিদিনই ভাঙছে আগের দিনের রেকর্ড। তবু চেতনা ফিরছে কই?
নববর্ষের শুরুর দিনে কালীঘাটের ছবি দেখিয়ে দিল জন সচেতনতা রয়ে গিয়েছে সেই তিমিরেই। ঠাসাঠাসি ভিড়ে অনেকের মুখেই মাস্ক নেই।
কারও মাস্ক ঝুলছে থুতনিতে। মন্দির কর্তৃপক্ষ অবশ্য দূরত্ব বিধি মেনে চলার চেষ্টা করেছে।
মন্দিরের সামনে মুল রাস্তা অর্থাত্ শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিকে এবার লাইন করতেই দেওয়া হয়নি।
লাইন হয়েছে মন্দিরের পিছনে মিশনারিজ অফ চ্যারিটির দিকে। সেই লাইনও বাঁশের ব্যারিকেড দিয়ে পাঁচ ভাগে ভাগ করা।
যদিও যেখানে ডালা, হালখাতা কিংবা ফুল মালা বিক্রি হচ্ছে, সেখানকার ছবি অত্যন্ত উদ্বেগের।